ব্রিটিশ প্রধানমন্ত্রীর অবস্থার উন্নতি

  করোনা ভাইরাস
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন/ছবি: সংগৃহীত

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন/ছবি: সংগৃহীত

আইসিইউতে থাকা কোভিড-১৯ এ আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের অবস্থার উন্নতি হয়েছে। তিনি এখন উঠে বসতে পারেছেন। বুধবার (৮ এপ্রিল) অর্থমন্ত্রী রিশি সুনাক প্রতিদিনের করোনা পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে একথা জানিয়েছেন। 

প্রায় দুই সপ্তাহ আগে জনসনের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। রোববার (৫ এপ্রিল) উচ্চ তাপমাত্রার জ্বর এবং কাশির কারণে তাকে সেইন্ট থমাস হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি ঘটায় সোমবার (৬ এপ্রিল) তাকে আইসিইউতে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

পররাষ্ট্র সচিব ডমিনিক রাব রয়টার্সকে জানান, ৫৫ বছর বয়সী এই ব্রিটিশ নেতাকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছিল কিন্তু ভেন্টিলেটরের প্রয়োজন হয়নি।

এখন পর্যন্ত যুক্তরাজ্যে করোনাভাইরাসে ৭ হাজারের বেশি মানুষ মারা গেছে এবং আক্রান্ত ৬০ হাজারের বেশি।

বিজ্ঞাপন