ধর্ষক মজনুর ১০ দিনের রিমান্ড চাইবে ডিবি
কুর্মিটোলায় ঢাবি ছাত্রী ধর্ষণঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার মজনুর ১০ দিনের রিমান্ড চাইবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবি পুলিশের উপকমিশনার মশিউর রহমান রিমান্ড চাওয়ার বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরের পর মজনুকে ১০ দিনের রিমান্ড চেয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরাফুজ্জামান আনসারীর আদালতে রিমান্ড শুনানি হবে।
গত ৫ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে ভিকটিম ক্যান্টনমেন্ট থানাধীন কুর্মিটোলা বাসস্ট্যান্ডে নেমে ফুটপাট দিয়ে হেঁটে আর্মি গলফ ক্লাব মাঠ সংলগ্ন স্থানে পৌঁছালে পিছন দিক থেকে একজন তার গলা চেপে ধরে ঝোপের ভিতর নিয়ে যায়। এক পর্যায়ে ভিকটিম অজ্ঞান হয়ে পড়লে আসামি তাকে ধর্ষণ করে।
আসামি ভিকটিমের কাছ থেকে একটি স্যামসাং মোবাইল ফোন, একটি হাত ঘড়ি এবং নগদ দুই হাজার টাকা নিয়ে যায়।
৬ জানুয়ারি ভিকটিমের বাবা ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। ম্যাজিস্ট্রেট ২৮ জানুয়ারি মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন।