রাজশাহী বিভাগে একদিনে করোনায় চারজনের মৃত্যু

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজশাহী বিভাগে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চারজন রোগীর মৃত্যু হয়েছে। বিভাগের বগুড়া জেলায় দুইজন ও নাটোর এবং পাবনায় একজন করে মারা গেছেন। এনিয়ে বিভাগের মৃতের সংখ্যা বেড়ে ৩০৬ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, বিভাগে এ পর্যন্ত সর্বোচ্চ বগুড়ায় ১৮৫ জন মারা গেছেন। এছাড়া অন্য জেলাগুলোর মধ্যে রাজশাহীতে ৪৪ জন, নওগাঁয় ২১ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নাটোরে ১০ জন, জয়পুরহাটে সাতজন, সিরাজগঞ্জে ১৩ জন এবং পাবনায় ১০ জন মারা গেছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে নতুন ৪৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। আর সুস্থ হয়েছেন ১১২ জন। বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৬৩ জন। এদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ হাজার ৯৪ জন। বিভাগের আট জেলায় বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৩৯৭ জন।

বিজ্ঞাপন