২৪ ঘণ্টায় শনাক্ত কমেছে, মৃত্যু বেড়েছে

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করোনা রোগী শনাক্ত কমলেও মৃত্যু বেড়েছে। এই সময় ১ হাজার ২৯২ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে করোনায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার (২৬ মে) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছিল ১ হাজার ৪৯৭ জন। আর মৃত্যু হয়েছিল ১৭ জনের।

বিজ্ঞাপন

দেশে এখন পর্যন্ত ৭ লাখ ৯৪ হাজার ৯৮৫ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১২ হাজার ৪৮০ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ২৯১ জন। এ নিয়ে দেশে মোট ৭ লাখ ৩৫ হাজার ১৫৭ জন করোনা থেকে সুস্থ হলেন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।