কুষ্টিয়ায় করোনায় আরও ১০ জনের মৃত্যু

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় করোনায় আক্রান্ত ও উপসর্গে ১০ জনের মৃত্যু হয়েছে্। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও ১০ জনের মৃত্যু হয়।

সোমবার (২৮ জুন) সকাল ১০ টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাতজন ও উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও মিরপুর উপজেলার নওপাড়া এলাকায় এক কাঠ ব্যবসায়ীর মৃত্যু হয়।

তিনি আরও বলে, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ১৮৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে করোনা আক্রান্ত হয়ে ১৩৭ জন এবং উপসর্গ নিয়ে ৪৬ জন হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।

বিজ্ঞাপন

কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এএইচএম আনোয়ারুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৫৫ নমুনা পরীক্ষা করে ১৭২ জন করোনা পজিটিভ হন। শনাক্তের হার ৩৮ দশমিক ৪৭। আক্রান্তদের মধ্যে কুষ্টিয়া সদরে ৯৪ জন, দৌলতপুরে ২৫ জন, কুমারখালীতে ১৫ জন, ভেড়ামারায় ১৭ জন, মিরপুরে ১৩ জন ও খোকসায় ৮ জন।

জেলায় ৬০ হাজার ৬০৫ জনের নমুনা পরীক্ষায় সাত হাজার ৩৫৭ জন করোনা পজিটিভ হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৩৪০ জন। প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯০ জন।