নওগাঁয় ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১১৩, মৃত্যু ২
বাংলাদেশে করোনাভাইরাসনওগাঁয় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭৬ জনে। গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১১৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার বিবেচনায় শতকরা ২০ দশমিক ৪৭ শতাংশ। মোট আক্রান্ত ৪ হাজার ৩৫০জন।
মঙ্গলবার (২৯ জুন) বেলা ১২টায় জেলা সিভিল সার্জন ডা. এ বি এম আবু হানিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় র্যাপিট এন্টিজেন টেস্ট এর মাধ্যমে ২৬৮ নমুনার বিপরীতে ৫৫ জন ও আরটিপিসিআর থেকে ২৮৪ জনের নমুনার বিপরীতে ৫৮ জনের দেহে এই ভাইরাস শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৭১ জন সুস্থসহ মোট সুস্থ হয়েছেন ৩ হাজার ৪৫ জন।
উল্লেখ্য, নওগাঁয় প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ২৩ এপ্রিল।