করোনায় মারা যাওয়া ১৪৩ জনের কার কত বয়স

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত হয়ে ১৪৩ জনের মৃত্যু হয়েছে। যা দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এদের মধ্যে পুরুষ ৯০ জন ও মহিলা ৫৩ জন।

এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৪ হাজার ৬৪৬ জনের। এর মধ্যে পুরুষের মৃতের সংখ্যা ১০ হাজার ৪১৫ জন ও মহিলার মৃতের সংখ্যা ৪ হাজার ২৩১ জন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (০১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বয়স বিবেচনায় মৃতের সংখ্যা ০ থেকে ১০ বছরের ১ জন, ১১ থেকে ২০ বছরের ১ জন, ৩১ থেকে ৪০ বছরের ১১ জন, ৪১ থেকে ৫০ বছরের ১৮ জন, ৫১ থেকে ৬০ বছরের ৪২ জন এবং ৬০ বছরের ঊর্ধ্বে ৭০ জন।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫৬৬টি পরীক্ষাগারে ৩২ হাজার ৫৫টি নুমনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৮ হাজার ৩০১ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ লাখ ২১ হাজার ৫৫৯ জনে।