দেশে করোনায় আরও ১৩২ জনের মৃত্যু, শনাক্ত ৮৪৮৩

  বাংলাদেশে করোনাভাইরাস
  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৩২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮ হাজার ৪৮৩ জন।

করোনায় দেশে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১৪ হাজার ৭৭৮ জনের।এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ লাখ ৩০ হাজার ৪২ জনে।

বিজ্ঞাপন

শুক্রবার (০২ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত হয়ে ১৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ৮১ জন এবং মহিলা ৫১ জন। এ পর্যন্ত করোনায় মৃত্যু বরণ করেছেন ১৪ হাজার ৭৭৮ জন।

বিজ্ঞাপন

এতে বলা হয়, বয়স বিবেচনায় মৃতের সংখ্যা ১১ থেকে ২০ বছরের ১ জন, ৩১ থেকে ৪০ বছরের ১৪ জন, ৪১ থেকে ৫০ বছরের ২০ জন, ৫১ থেকে ৬০ বছরের ৩০ জন এবং ৬০ বছরের উর্ধ্বে ৬৭ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫৬৬টি পরীক্ষাগারে ৩০ হাজার ১২টি নুমনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৮ হাজার ৪৮৩ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ লাখ ৩০ হাজার ৪২ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।