রংপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে খালি নেই আইসিইউ শয্যা

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

রংপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে খালি নেই আইসিইউ শয্যা

রংপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে খালি নেই আইসিইউ শয্যা

 

রংপুর বিভাগীয় করোনা ডেডিকেটেড হাসপাতালটিতে কোনো আইসিইউ শয্যা খালি না থাকার বিষয়টি গেটে নোটিশ আকারে ঝুলিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

শুক্রবার (২ জুলাই) বিকালে রংপুর ডেডিকেটেড করোনা হাসপাতালের গেটে নোটিশটি ঝুলতে দেখা যায়। নোটিশে বড় করে লেখা হয়েছে আইসিইউ'তে কোন বেড খালি নাই।

বর্তমানে ১০০ শয্যার এই হাসপাতালে আইসিইউ শয্যা রয়েছে ১০টি।

বিজ্ঞাপন

তবে ভেন্টিলেটর সুবিধা আছে আটটিতে।এখানে ভর্তি ৮৩ রোগীর মধ্যে আরও ২০ জনের আইসিইউ নেয়া প্রয়োজন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

এছাড়াও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ শয্যা রয়েছে মাত্র ২০টি। সবমিলে জেলায় আইসিইউ শয্যা রয়েছে ৩০টি।

এদিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের একটি অংশে ৮টি আইসিইউ শয্যা নিয়ে করোনা চিকিৎসা শুরু হয়। পরে আরও ৩০টি শয্যা বাড়ানোর কথা থাকলেও তা আর হয়নি। সব মিলে এই হাসপাতালে আইসিইউ শয্যা আছে ১৮টি।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র জানা যায়, রংপুর বিভাগে করোনা সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। সংক্রমণের হার ৪০ শতাংশের উপরে। সব থেকে বেশি সংক্রমণ হচ্ছে দিনাজপুরে। দ্বিতীয় অবস্থানে রংপুর আর তৃতীয় ঠাকুরগাঁও।

শুক্রবার পর্যন্ত এ বিভাগে ৫৩৭ জনের মৃত্যু হয়েছে। শনাক্তের সংখ্যা ২৭ হাজার ১৬০। এই অবস্থায় প্রতিদিনই নতুন নতুন রোগীকে আইসিইউতে নেয়ার প্রয়োজন দেখা দিচ্ছে।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) আবু মোহাম্মদ জাকিরুল ইসলাম বলেন, ‘করোনা আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। অনেক রোগী হাসপাতালগুলোতে আসছেন। আইসিইউ বেডের সংকটের কারণে কোথাও কোথাও চিকিৎসা দিতে সমস্যা হচ্ছে।