এক দিনে সুস্থ হলেন ৭ হাজার ৬৪৬ জন

  বাংলাদেশে করোনাভাইরাস
  • নিউজ ডেস্ক, বার্তা ২৪
  • |
  • Font increase
  • Font Decrease

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ হয়েছেন ৭ হাজার ৬৪৬ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৮ লাখ ৮৯ হাজার ১৬৭ জন।

বিভাগওয়ারি সুস্থ হয়েছেন ঢাকা বিভাগে ২ হাজার ৭৬৩ জন, চট্টগ্রামে ১ হাজার ৭৪৪ জন, রংপুরে ৫৮৩ জন, খুলনায় ১ হাজার ৫ জন, বরিশালে ১৯০, রাজশাহীতে ৮১২ জন, সিলেটে ২১২ জন এবং ময়মনসিংহে ৩৩৭ জন।

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৬২৭টি পরীক্ষাগারে ৪১ হাজার ৭৫৫টি নুমনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১২ হাজার ১৯৮ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ লাখ ৪৭ হাজার ১৫৫ জন।

বিজ্ঞাপন

একই সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২০৩ জন। এর মধ্যে পুরুষ ১৩২ জন এবং মহিলা ৭১ জন। এ পর্যন্ত করোনায় মৃত্যু বরণ করেছেন ১৬ হাজার ৮৪২ জন। ‌

এতে বলা হয়, বয়স বিবেচনায় মৃতের সংখ্যা ২১ থেকে ৩০ বছরের ৬ জন, ৩১ থেকে ৪০ বছরের ১২ জন, ৪১ থেকে ৫০ বছরের ২৮ জন, ৫১ থেকে ৬০ বছরের ৩৯ জন এবং ৬০ উর্ধ্বো ১১৮ জন।

বিভাগওয়ারি মৃতের সংখ্যায় বলা হয়েছে, ঢাকা বিভাগে ৬১ জন, চট্টগ্রামে ৩০ জন, রাজশাহীতে ২৭ জন, খুলনায় ৫৩জন, বরিশালে ৫ জন, সিলেটে ৫ জন, রংপুরে ১৫ জন এবং ময়মনসিংহে ৭ জন।

এদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১৫৫ জন, বেসরকারি হাসপাতালে ৩৪ জন এবং বাসায় ১৪ জন।