গাইবান্ধায় একদিনে শনাক্ত ৫৮, মৃত্যু ১

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

গাইবান্ধায় করোনা সংক্রমণ বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া নুরুন নাহার বেগম (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার(১৩ জুলাই) রাত ৯ টার দিকে গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

নতুন ৫৮ জন আক্রান্তের মধ্যে সদরে ২১ জন, সাদুল্লাপুরে ৮, পলাশবাড়ীতে ২, গোবিন্দগঞ্জে ১২, ফুলছড়িতে ৫, সাঘাটায় ১ ও সুন্দরগঞ্জ উপজেলায় ৯ জন রয়েছেন।  মৃত্যু নুরুন নাহার বেগম পলাশবাড়ীর শ্যামপুর গ্রামের বাসিন্দা।

এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল দুই হাজার ৮৩৮ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক হাজার ৯৬৩ জন এবং মৃত্যুবরণ করেছে ২৮ জন। বর্তমানে আইসোলেশনে ৮৪৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।

বিজ্ঞাপন

গাইবান্ধা জেলা প্রশাসক আবদুল মতিন বলেন, করোনা ভাইরাস বিস্তার রোধে মানুষের স্বাস্থ্যবিধি নিশ্চিতসহ চলমান লকডাউন কঠোরভাবে নিশ্চিত করা হচ্ছে। এ ধারা অব্যাহত থাকবে।