রংপুরে আরও ১৪ জনের মৃত্যু, শনাক্ত ৫৮৮
বাংলাদেশে করোনাভাইরাসরংপুর বিভাগে একদিনে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা আক্রান্ত হয়েছে ৫৮৮ জন। বিভাগে শনাক্তের হার ২৯ দশমিক ৮৯ শতাংশ।
বুধবার (১৪ জুলাই) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) আবু মো. জাকিরুল ইসলাম।
তিনি জানান, বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় ১৪ জন মারা গেছেন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঠাকুরগাঁও জেলার ৪, দিনাজপুরের ৪ জন, রংপুরের ৪ ও নীলফামারীর ২ জন করে রয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৬৭ জনের নমুনা পরীক্ষা করে ৫৮৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে দিনাজপুরের ১৩১, রংপুরের ১২১, ঠাকুরগাঁওয়ের ৮৪, পঞ্চগড়ের ৬৫, গাইবান্ধার ৫৮, কুড়িগ্রামের ৫৭, নীলফামারীর ৫৩ ও লালমনিরহাটের ১৯ জন রয়েছে।
এদিকে নতুন করে মারা যাওয়া ১৪ জনসহ বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯৯। এর মধ্যে দিনাজপুর জেলার ২৩৬ জন, রংপুরের ১৪০, ঠাকুরগাঁওয়ের ১৩১, নীলফামারীর ৪৮, লালমনিরহাটের ৪৩, কুড়িগ্রামের ৩৫, পঞ্চগড়ের ৩৩ ও গাইবান্ধার ৩৩ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৫১ জন।
এ ছাড়া নতুন শনাক্ত ৫৮৮ জনসহ বিভাগে ৩৪ হাজার ৫২২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে দিনাজপুর জেলায় ১০ হাজার ৬২৫, রংপুরের ৭ হাজার ৫৩৮, ঠাকুরগাঁওয়ের ৪ হাজার ৮৫৮, গাইবান্ধার ২ হাজার ৮৩৮, নীলফামারীর ২ হাজার ৫৬৬, কুড়িগ্রামের ২ হাজার ৪৫৮, লালমনিরহাটের ১ হাজার ৮৯১ ও পঞ্চগড়ের ১ হাজার ৭৪৮ জন রয়েছেন।
সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. আবু মো. জাকিরুল ইসলাম বলেন, সরকার ঘোষিত বিধিনিষেধ মেনে চলার বিকল্প নেই। বর্তমান পরিস্থিতিতে বাধ্যতামূলকভাবে মাস্ক পরা নিশ্চিত করতে হবে। না হলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে বলে তিনি শঙ্কা প্রকাশ করেছেন।