শনাক্ত বেড়ে দাঁড়াল ১০ লাখ ৫৯ হাজার ৫৩৮

  বাংলাদেশে করোনাভাইরাস
  • নিউজ ডেস্ক, বার্তা ২৪
  • |
  • Font increase
  • Font Decrease

ফাইল ছবি

ফাইল ছবি

মহামারি করোনাভাইরাসে (কভিড-১৯) মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ৫৯ হাজার ৫৩৮ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছেন ১২ হাজার ৩৮৩ জন।

এছাড়া করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট ১৭ হাজার ৫২ জন মারা গেছেন। আর গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২১০ জন।

বিজ্ঞাপন

আজ বুধবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, করোনা আক্রান্ত ব্যক্তিদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ২৪৫ জন সুস্থ হয়েছেন। এনিয়ে মোট সুস্থ হলেন ৮ লাখ ৯৭ হাজার ৪১২ জন।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় বিভাগওয়ারি সুস্থ হয়েছেন ঢাকা বিভাগে ৩ হাজার ১৪৪ জন, চট্টগ্রামে ২ হাজার ৭৪০ জন, রংপুরে ৩৫১ জন, খুলনায় ৭৫৬ জন, বরিশালে ২৬৩, রাজশাহীতে ৬০২ জন, সিলেটে ২৪১ জন এবং ময়মনসিংহে ১৪৮ জন।

একই সময়ে বিভাগওয়ারি মৃতের সংখ্যায় বলা হয়েছে, ঢাকা বিভাগে ৬৯ জন, চট্টগ্রামে ৩৯ জন, রাজশাহীতে ১৫ জন, খুলনায় ৪৬ জন, বরিশালে ১০ জন, সিলেটে ৯ জন, রংপুরে ১৪ জন এবং ময়মনসিংহে ৮ জন।

এদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১৫৭ জন, বেসরকারি হাসপাতালে ৪০ জন এবং বাসায় ১৩ জন।