গাইবান্ধায় লকডাউনের ১৪ দিনে শনাক্ত ৭৩৯, মৃত্যু ৮

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনা সংক্রমণ বিস্তার প্রতিরোধে গাইবান্ধা জেলায় টানা ১৪ দিন লকডাউন বাস্তবায়ন করা হয়। এসব দিনগুলোতে পূর্বের তুলনায় সংক্রমণ বেড়েছে। গত ১৪ দিনে এ জেলায় আক্রান্ত হয়েছে ৭৩৯ জন, সুস্থ ১৩৩ জন ও মৃত্যুবরণ করেছে ৮ জন রোগী।

বুধবার (১৪ জুলাই) সন্ধ্যায় গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। এসবের মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৪৩ জন।

বিজ্ঞাপন

টানা লকডাউনের ১৪ দিনে সদর উপজেলায় আক্রান্ত ৩০২ জন, সুস্থ ৫৭ জন, মৃত্যু ৩ জন। গোবিন্দগঞ্জে আক্রান্ত ১৩৫ জন, সুস্থ ২৩ জন। সাদুল্লাপুরে আক্রান্ত ৯১ জন, সুস্থ ২১ জন, মৃত্যু ২ জন। পলাশবাড়ীতে ৯২ জন, সুস্থ ৯ জন, মৃত্যু ১ জন। সুন্দরগঞ্জে আক্রান্ত ৬৫, সুস্থ ৭ জন, মৃত্যু ১ জন। সাঘাটায় আক্রান্ত ৪৭ জন, সুস্থ ৩ জন ও ফুলছড়ি উপজেলায় আক্রান্ত ৩৩ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ জন।

এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৮৮১ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ৯৬৩ জন, মৃত্যুবরণ করেছে ২৮ জন। বর্তমানে আইসোলেশনে ৮৯০ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। 

বিজ্ঞাপন

গাইবান্ধা জেলা প্রশাসক আবদুল মতিন বলেন, কোভিড-১৯ সংক্রমণ মোকাবিলায় জনসচেতনা সৃষ্টিসহ নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ নিয়ে প্রত্যেক উপজেলা প্রশাসনেরা মাঠে কাজ করছে।