মমেকে একদিনে আরও ১৯ মৃত্যু 

  বাংলাদেশে করোনাভাইরাস
  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরো ১৯ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ২৬৩ জন।

বৃহস্পতিবার(১৫ জুলাই) মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মো. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করে।

বিজ্ঞাপন

এসময় তিনি জানান,  বুধবার (১৪ জুলাই) সকাল ৮ টা থেকে বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৮ জন করোনায় এবং ১১ জন করোনা উপসর্গ নিয়ে মোট ১৯ জনের মৃত্যু হয়। তারা সবাই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। 

তিনি আরও বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে  ৪৮০ জন রোগী ভর্তি আছেন।

বিজ্ঞাপন

এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৯২০টি নমুনা পরীক্ষা করে আরটিপিসিআর টেস্টে ১২৪ জন এবং এন্টিজেন টেস্টে ১৩৯ জনসহ মোট ২৬৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। জেলায় আক্রান্তের হার ২৮.৫৮ শতাংশ।