খুলনা বিভাগে ফের ৪৭ জনের প্রাণহা‌নি, বেড়েছে সংক্রমণ

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, খুলনা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

একদিনের ব্যবধানে খুলনা বিভাগে ফের করোনায় প্রাণহানি ও সংক্রমণের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনাভাইরাসে ৪৭ জন মারা গেছেন। এ সময়ে ১ হাজার ৬৩৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

এর আগে বুধবার (১৪ জুলাই) বিভাগে ৩৬ জনের মৃত্যু হয়েছিল। করোনা শনাক্ত হয়েছিলো ১ হাজার ৬২১ জনের।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৫ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৭৮ হাজার ৪০ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৭৭২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৯ হাজার ৯৬১ জন।

বিজ্ঞাপন