রামেক হাসপাতালে আরও ১৫ জনের মৃত্যু

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী
  • |
  • Font increase
  • Font Decrease

রামেক হাসপাতালে আরও ১৫ জনের মৃত্যু

রামেক হাসপাতালে আরও ১৫ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে তারা মারা যান। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মারা যাওয়া ১৫ জনের মধ্যে ১০ জনেরই বাড়ি রাজশাহী। এ ছাড়া নাটোরের দুজন এবং নওগাঁ, পাবনা ও মেহেরপুরের একজন করে মারা গেছেন। এরমধ্যে রাজশাহীর দুজন এবং নওগাঁ, নাটোর ও মেহেরপুরের একজন মিলে মোট পাঁচজন করোনা পজিটিভ ছিলেন।

বিজ্ঞাপন

রাজশাহীর আরও দুজন করোনা নেগেটিভ হলেও শারীরিক নানা জটিলতায় কোভিড ওয়ার্ডে মারা গেছেন। অন্য আটজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। এদের মধ্যে ছয়জন রাজশাহীর এবং একজন করে নাটোর ও পাবনার বাসিন্দা ছিলেন।

হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১ জন। আর ছাড়পত্র পেয়েছেন ৬২ জন। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৪৯৮ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৪৫৪টি।

বিজ্ঞাপন