মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় শনাক্ত ১০৮, মৃত্যু ৩
বাংলাদেশে করোনাভাইরাসমানিকগঞ্জে ২৪ ঘণ্টায় ২৫৮ জনের নমুনা পরীক্ষায় ১০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন তিনজন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীর সংখ্যা ৭৪ জনে দাঁড়াল।
রোববার (২৫ জুলাই) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রফিকুন্নাহার বন্যা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নতুন আক্রান্ত ১০৮ জনের মধ্যে মানিকগঞ্জে সদরের ১৯ জন, সিংগাইরের ২৭ জন, সাটুরিয়ার ৯ জন, শিবালয়ের ১৭ জন, হরিরামপুরের ১৯ জন, ঘিওরের ৮ জন ও দৌলতপুর উপজেলার ৯ জন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলায় এ পর্যন্ত ২৮ হাজার ২২২টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ৯৯৫ জনের। এরমধ্যে দুই হাজার ৭২৯ জন সুস্থ হয়েছেন। অন্যরা হাসপাতাল ও নিজ নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৪ জন।