ষাটোর্ধ্ব ১৩৭ জনের মৃত্যু

  বাংলাদেশে করোনাভাইরাস
  • নিউজ ডেস্ক, বার্তা ২৪
  • |
  • Font increase
  • Font Decrease

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত হয়ে সর্বোচ্চ ২৪৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ষাটোর্ধ্ব বয়সেরই আছেন ১৩৭ জন। এনিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৫৫২ জন।

আজ সোমবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বয়স বিবেচনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১১ থেকে ২০ বছরের ২ জন, ২১ থেকে ৩০ বছরের ৩ জন, ৩১ থেকে ৪০ বছরের ১৬ জন, ৪১ থেকে ৫০ বছরের ৩০ জন, ৫১ থেকে ৬০ বছরের ৫৯ জন, ৬১ থেকে ৭০ বছরের ৭৩ জন, ৭১ থেকে ৮০ বছরের ৪৫ জন, ৮১ থেকে ৯০ বছরের ১৭ জন এবং ৯০ থেকে ১০০ বছরের ২ জন।

এদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১৬৫ জন, বেসরকারি হাসপাতালে মারা গেছেন ৫৫ জন, বাসায় মারা গেছেন ২৬ জন এবং হাসপাতালে মৃতাবস্থায় এনেছেন ১ জন। এরমধ্যে পুরুষ ১৪১ জন এবং মহিলা ১০৬ জন।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ৬৩৯টি পরীক্ষাগারে ৫০ হাজার ৯৫২টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১৫ হাজার ১৯২ জন। এটি দেশে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এনিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৭৯ হাজার ৮২৭ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ব্যক্তিদের মধ্যে হাসপাতাল ও বাসা মিলিয়ে সুস্থ হয়েছেন ১১ হাজার ৫২ জন। এনিয়ে মোট সুস্থ হলেন ১০ লাখ ৯ হাজার ৯৭৫ জন।