গাইবান্ধায় ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭০, সুস্থ ৫০

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

গাইবান্ধায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০ জন।

বুধবার (২৭ জুলাই) রাত ৮ টায় গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

নতুন আক্রান্তদের মধ্যে সদরে ১৩, গোবিন্দগঞ্জে ১৮, সাদুল্লাপুরে ১১, সুন্দরগঞ্জে ৩, পলাশবাড়িতে ১৬, ফুলছড়ি ৬ ও সাঘাটা উপজেলায় ৩ জন রয়েছে। এ নিয়ে জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৬৭৬ জনে। এর মধ্যে সুস্থ হয়েছে ২ হাজার ৬৩৬ জন ও মৃত্যুবরণ করেছে ৩৪ জন। বর্তমানে আইসোলেশনে ১ হাজার ৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।

গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (সিএস) ডা. মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার ১৭৯ জনের রিপোর্ট পাওয়া যায়। এর মধ্যে শনাক্ত হয়েছেন ৭০ জন।

বিজ্ঞাপন