কুমিল্লায় আরও ১২ জনের মৃত্যু, শনাক্ত ৭১৬

  বাংলাদেশে করোনাভাইরাস
  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭১৬ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪০ দশমিক ৬ শতাংশ।

শুক্রবার (৩০ জুলাই) বিকেলে জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দাউদকান্দিতে তিনজন, কুমিল্লা সিটি কর্পোরেশন, লালমাই ও বরুড়া উপজেলায় দুইজন করে এবং চান্দিনা, নাঙ্গলকোট ও মুরাদনগর উপজেলায় একজন করে মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন নারী ও দশজন পুরুষ রয়েছে। এনিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৭১১ জনে।

জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ১৭৬২ জনের নমুনা পরীক্ষায় ৭১৬ জনের করোনা শনাক্ত হয়। এনিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৪৪ জনে। আক্রান্তের হার ৪০ দশমিক ৬ শতাংশ।

বিজ্ঞাপন

নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশনের ২০৮ জন, আদর্শ সদরে ১২, সদর দক্ষিণে ১১, বুড়িচংয়ে ১৩, ব্রাহ্মণপাড়ায় ২০, চান্দিনায় ৫০, চৌদ্দগ্রামে ৪৪, দেবিদ্বারে ৪৭, দাউদকান্দিতে ৪৮, লাকসামে ৩০, লালমাইতে ১০, নাঙ্গলকোটে ২১, বরুড়ায় ৩৮, মনোহরগঞ্জে ৩৭, মুরাদনগরে ১১, মেঘনায় ১৫, তিতাস ৪৫ এবং হোমনা উপজেলার ৫৬ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২০০ জন। এনিয়ে মোট সুস্থ হলেন ১৫ হাজার ৯৪৫ জন।

সিভিল সার্জন মীর মোবারক হোসাইন আরও বলেন, আমরা চেষ্টা করছি জনসচেতনতা বাড়িয়ে কিভাবে সংক্রমণ কমানো যায়। সেই লক্ষ্যে প্রতিদিনই কাজ চলছে। পাশাপাশি শতভাগ টিকা নিশ্চিত করার চেষ্টাও করা হচ্ছে। করোনা সংক্রমণ প্রতিরোধে এখন প্রয়োজন সমন্বিত প্রয়াস। মানুষ সচেতন না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলেও জানান তিনি।