সিরাজগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ১২৫ জন। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬৮ জনে এবং আক্রান্তের সংখ্যাও আট হাজার ছাড়ালো।
মৃতরা হলেন, কাজিপুর উপজেলার বাসিন্দা আনোয়ার হোসেন (৪৩), চৌহালী উপজেলার এনায়েতপুরের বাসিন্দা আব্দুল মজিদ মোল্লা (৮৪), একই উপজেলার সাহিদা খাতুন (৬০) ও কামারখন্দের গোলাম ওয়ালিউল আলম (৮৮)।
বিজ্ঞাপন
তাদের মধ্যে তিনজন এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ও একজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
শনিবার (৩১ জুলাই) সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. রামপদ রায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জে ৩০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১২৫ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এ নিয়ে মোট আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়ালো আট হাজার ৪৩ জনে।
বিজ্ঞাপন
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হিসাবে রোগী শনাক্তের হার ৪০ দশমিক ৮৫ ভাগ। জেলায় এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট পাঁচ হাজার ২২৭ জন।
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ রনি (২৩) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মারা যাওয়া রনি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রাজারামপুর নামোপাড়া মহল্লার সাদেকুল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ভবানীপুর চাঁদহাজি পাড়ায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন জানান, দুপুর সাড়ে ১২ টার দিকে চাঁদ হাজি পাড়ার আব্দুল বারির বাড়িতে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যায় রনি।
এ সময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বগুড়ায় দুইটি হত্যাসহ তিন মামলার আসামি আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে সদর উপজেলার ফাঁপোড় কৈচর পূর্বপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
বগুড়ার ডিবি পুলিশের ইনচার্জ মোস্তাফিজ হাসান এতথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার আওয়ামী লীগ নেতা মেহেদী হাসান ফাঁপোড় ইউপি চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।
ডিবি পুলিশের ইনচার্জ জানান, ফাঁপোড় ইউপি চেয়ারম্যান মেহেদী হাসানের নামে দুইটি হত্যা ও একটি বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। বৃহস্পতিবার গোপন সংবাদের মাধ্যমে ডিবি জানতে পারে মেহেদী হাসান নিজ বাড়িতে অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়৷
গ্রেফতার পর তিনি ডিবি হেফাজতে রয়েছেন শুক্রবার তাকে আদালতে হাজির করা হবে।
শীতকাল মানেই যেন মা-দাদীদের হাতের বিভিন্ন স্বাদ ও নকশার পিঠা আর সেই পিঠাগুলোর পেছনে ইতিহাসের গল্প শোনা। অথবা ধোঁয়া ওঠা গরম ভাপা পিঠা কিংবা চিতই পিঠার সঙ্গে মাংসের ঝোল দিয়ে মজাদার নাস্তা। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ শহরের বালুবাগানে পিঠা উৎসব পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে সর্বসাধারণ ও পথ শিশুদের মাঝে পিঠা বিনিময় করে এই উৎসবের কার্যক্রম শেষ হয়। এই পিঠা উৎসবের আয়োজন করেছে রুট অফ লাইফ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
আয়োজকরা জানিয়েছেন, গত কয়েকদিন ধরে চাঁপাইনবাবগঞ্জে শীত অনুভূত হচ্ছে। আর শীতকাল মানেই পিঠা-পুলির আয়োজন। শীতের আমেজকে আরও বাড়িয়ে তুলতে স্বেচ্ছাসেবী সংগঠনটি পিঠা উৎসবের আয়োজন করেছে।
রুট অফ লাইফ’র প্রধান উপদেষ্টা ডা. মাহফুজ রায়হান বলেন, দেশের সংস্কৃতিকে ধারণ করে পথ এগিয়ে চলা আমাদের। তারই অংশ হিসেবে শীতের শুরুর দিকে পিঠা উৎসবের আয়োজন করা হয়। আমরা নিজেরাও এই পিঠা খাব। একই সঙ্গে হাসপাতাল ও এলাকার পথ শিশুদের মাঝেও পিঠাগুলো বিতরণ করা হবে।
মাল্টিমিডিয়া নিউজপোর্টাল বার্তা২৪.কমের গাজীপুর প্রতিনিধি আশিকুর রহমান ও তার পরিবারের সদস্যদের হুমকি দিয়েছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা বড়ইবাড়ী এলাকার বাসিন্দা কলিম উদ্দিনের ছেলে বিপ্লব হোসেন।
এ ঘটনায় নিরাপত্তা চেয়ে কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ করেছেন সাংবাদিক আশিকুর রহমান।
অভিযোগে জানা যায়, কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের আষাড়িয়াবাড়ী এলাকায় একটি ইট ভাটায় প্রতিবন্ধকতা সৃষ্টি, চাঁদা দাবি, রাস্তা আটকে দেওয়াসহ নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছিলেন তিনি। এসব ঘটনায় সাংবাদিক আশিকুর রহমানকে ব্যবহার করার জন্য একাধিকবার বিভিন্ন প্রলোভন দেখান অভিযুক্ত বিপ্লব। তবে এসব প্রলোভন রাজি না হয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের গ্রাম্য সিদ্ধান্তের পক্ষে থাকায় সাংবাদিক পরিবারের ওপর ক্ষুব্ধ হন কথিত ওই নেতা৷
এ ঘটনার জেরে বুধবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সফিপুর-আড়ইবাড়ী সড়কের বাশতলী এলাকায় এসে আশিকুর রহমানের ব্যবসা প্রতিষ্ঠান তুরাগ এন্টারপ্রাইজের সামনে গিয়ে তার বাবাকে অকথ্য ভাষায় গালাগাল করে প্রাণনাশের হুমকি দেয়। এর কিছুক্ষণ পর আশিকুর রহমান পেশাগত কাজ শেষে বাড়ি ফেরার পথে অভিযুক্ত বিপ্লবের সাথে দেখা হলে সে অকথ্য ভাষায় গালাগাল দিতে থাকে। এক পর্যায়ে তার দুই হাত ভেঙে দেওয়া ও তার গাড়ি আগুনে পুড়িয়ে দেয়ার হুমকি দেয় অভিযুক্ত বিপ্লব।
অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের সময়ে দলের নেতাদের পকেট ভারী করে এলাকায় আধিপত্য বিস্তার করে মাটির ব্যবসাসহ অবৈধ কাজে জড়িত ছিলেন অভিযুক্ত বিপ্লব। তবে গত ৫ আগস্টের পর হঠাৎ খোলস পাল্টে বিএনপির বড় নেতা পরিচয়ে এলাকায় চলাচলের সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি, অবৈধভাবে নদীর মাটি কেটে বিক্রি, পুকুর খনন, ব্যবসা প্রতিষ্ঠানে বাধা সৃষ্টিসহ নানা ধরনের কর্মকাণ্ড চালাচ্ছেন।
এ ব্যাপারে বিপ্লবের মুঠোফোনে কল করলে তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, আমি এসব কিছু করিনি। কীসের অভিযোগ, আমাকে অভিযোগের কপি পাঠান।
কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) জোবায়ের আহম্মেদ বলেন, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি, তদন্ত চলমান।
উল্লেখ্য, সাংবাদিক আশিকুর রহমান মাল্টিমিডিয়া নিউজপোর্টাল বার্তা২৪.কম -এর গাজীপুর জেলা করেসপন্ডেন্ট ও কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের তথ্য ও গবেষণা সম্পাদক পদে নিযুক্ত রয়েছেন।