ময়মনসিংহ মেডিকেলে ২৪ ঘন্টায় আরও ২১ জনের মৃত্যু
বাংলাদেশে করোনাভাইরাসময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে ৩১২ জন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মো. মহিউদ্দিন খান মুন জানান, গত ২৪ ঘণ্টায় ৯ জন করোনায় এবং ১২ জন করোনা উপসর্গ নিয়ে মোট ২১ জনের মৃত্যু হয় ।
করোনা আক্রান্ত হয়ে মৃতরা হলেন—ময়মনসিংহ সদরের নাজমা (৭০), নুরজাহান (৬৫), আব্দুর রউফ (৬৫) মুক্তাগাছার সালমা (৪২), ত্রিশালের সুলতান (৭২), গৌরীপুরের মতিউর (৭০), গাজীপুরের শ্রীপুরের খোদেজা (৫০), টাঙ্গাইলের ঘাটাইলের মোশারফ (৫২) ও মধুপুরের আব্দুল হামিদ (৫২) ।
করোনা ভাইরাস উপসর্গ নিয়ে মৃতরা হলেন—ময়মনসিংহ সদরের মোবারক (৭০), শিরিন (৫৫), হামিদা (৭০), নাজমা (৫০), নান্দাইলের আব্দুল জব্বার (৮০), হালুয়াঘাটের মোহাম্মদ আলী (৫৯), জহির (৩৩), ত্রিশালের লাভলী (৫৫), মুক্তাগাছার মাহফুজুল (৬৯), নুরজাহান (৮০), জামালপুরের সদরের হাওয়া বেগম (৭০) ও দেওয়ানগঞ্জের জৈনুদ্দিন (৩৩)।
ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা.নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১১৩৬ টি নমুনা পরীক্ষা করা হয় এর মধ্যে আরটি পিসিআর টেস্ট ১৫৯ এবং এন্টিজেন টেস্ট ১৫৩। এর মধ্যে মোট ৩১২ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় আক্রান্তের হার ২৭ দশমিক ৬৫ শতাংশ । গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৬০৭ জনর্