টানা আট দিন ধরে মৃত্যু দুইশর ওপরে

  বাংলাদেশে করোনাভাইরাস
  • নিউজ ডেস্ক, বার্তা ২৪
  • |
  • Font increase
  • Font Decrease

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে টানা আট দিন ধরে করোনাভাইরাসে দুইশর ওপরে মানুষের মৃত্যু হয়েছে। গত ২৫ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত প্রতিদিন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন দুইশর বেশি মানুষ। এই আট দিনে মোট মারা গেছেন এক হাজার ৮৭০ জন এবং মোট শনাক্ত হয়েছেন এক লাখ ১০ হাজার ৯৮৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুসারে, গত ২৫ জুলাই মারা গেছেন ২২৮ জন, শনাক্ত হয়েছেন ১১ হাজার ২৯১ জন; ২৬ জুলাই মারা গেছেন ২৪৭ জন, শনাক্ত হয়েছেন ১৫ হাজার ১৯২ জন; ২৭ জুলাই মারা গেছেন ২৫৮ জন, শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৯২৫ জন; ২৮ জুলাই মারা গেছেন ২৩৭ জন, শনাক্ত হয়েছেন ১৬ হাজার ২৩০ জন; ২৯ জুলাই মারা গেছেন ২৩৯ জন, শনাক্ত ১৫ হাজার ২৭১ জন; ৩০ জুলাই মারা গেছেন ২১২ জন, শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৮৬২ জন; ৩১ জুলাই মারা গেছেন ২১৮ জন, শনাক্ত হয়েছেন ৯ হাজার ৩৬৯ জন এবং ১ আগস্ট মারা গেছেন ২৩১ জন আর শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৮৪৪ জন।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অদ্যাবধি নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৭ লাখ ৯০ হাজার ৪২৩টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫৭ লাখ ৩২ হাজার ১৯৪টি ও বেসরকারি ব্যবস্থাপনায় ২০ লাখ ৫৮ হাজার ২২৯টি।

এপর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২০ হাজার ৯১৬ জন। এরমধ্যে পুরুষ ১৪ হাজার ১৪২ জন এবং মহিলা ৬ হাজার ৭৭৪ জন। এছাড়া এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ১২ লাখ ৬৪ হাজার ৩২৮ জন। সুস্থ হয়েছেন ১০ লাখ ৯৩ হাজার ২৬৬ জন।

বিজ্ঞাপন

বয়স বিশ্লেষণ করলে দেখা যায়, এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ০ থেকে ১০ বছরের ৫৯ জন, ১১ থেকে ২০ বছরের ১৩৫ জন, ২১ থেকে ৩০ বছরের ৪৬১ জন, ৩১ থেকে ৪০ বছরের ১ হাজার ২৩১ জন, ৪১ থেকে ৫০ বছরের ২ হাজার ৫৩১ জন, ৫১ থেকে ৬০ বছরের ৪ হাজার ৯৫৯ জন, ৬১ থেকে ৭০ বছরের ৬ হাজার ৫০২ জন, ৭১ থেকে ৮০ বছরের ৩ হাজার ৬৩৭ জন, ৮১ থেকে ৯০ বছরের ১ হাজার ১৪৫ জন, ৯১ থেকে ১০০ বছরের ২৩০ জন এবং ১০০ বছরের উর্ধ্বে ২৬ জন।

এছাড়া ঢাকা বিভাগে মারা গেছেন ৯ হাজার ৫৫৮ জন, চট্টগ্রামে ৩ হাজার ৯৪১ জন, রাজশাহীতে ১ হাজার ৬০৯ জন, খুলনায় ২ হাজার ৭৯৭ জন, বরিশালে ৬৬২ জন, সিলেটে ৭৭১ জন, রংপুরে ১ হাজার ৪৩ জন এবং ময়মনসিংহে ৫৬২ জন।

এদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১৮ হাজার ২৪২ জন, বেসরকারি হাসপাতালে মারা গেছেন ২ হাজার ৭৭ জন, বাসায় মারা গেছেন ৫৭২ জন এবং হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে ২৫ জনকে।