বগুড়ায় বেড়েছে মৃত্যু ও সংক্রমণ

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বগুড়ায় আবারো বেড়েছে মৃত্যু এবং করোনায় সংক্রমনের হার। গত ২৪ ঘন্টায় এ জেলায় আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১২৬ জন।

এ জেলার তিনটি হাসপাতালে মারা যাওয়া ২৬ জনের মধ্যে করোনায় মারা গেছেন ১৬ জন এবং করোনা উপসর্গে মারা গেছেন ৮ জন। করোনায় মারা যাওয়া ১৬ জনের মধ্যে ১০ জন বগুড়া জেলার বাসিন্দা।

বিজ্ঞাপন

সোমবার(২ আগষ্ট) বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় বগুড়ায় বগুড়ায় ৪৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে পজিটিভ রিপোর্ট এসছে ১২৬ জনের। নমুনা পরীক্ষা হিসাবে শনাক্তের হার ২৬ দশমিক ৩৫ শতাংশ। এ নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত ১৯ হাজার ১২০ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৭ হাজার ৫৪ জন। বর্তমান চিকিৎসাধীন রোগী রয়েছেন ১ হাজার ৪৮৪ জন।

বিজ্ঞাপন