গাইবান্ধায় একদিনে আক্রান্ত ৫৬, মৃত্যু ৫
বাংলাদেশে করোনাভাইরাসগাইবান্ধায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া মৃত্যুবরণ করেছে ৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৫ জন রোগী।
সোমবার (২ আগস্ট) রাত সাড়ে ৯ টার দিকে গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ১৭ জন, গোবিন্দগঞ্জে ১৭ জন, সাদুল্লাপুরে ৭ জন, সুন্দরগঞ্জে ৩ জন, পলাশবাড়ীতে ৬ জন, ফুলছড়িতে ৩ জন ও সাঘাটা উপজেলায় ৩ জন। মৃতদের মধ্যে সদর উপজেলার ২ জন, সাঘাটায় ২ জন ও পলাশবাড়ীর ১ জন।
এ নিয়ে জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৯৫১ জনে। এর মধ্যে সুস্থ হয়েছে ২ হাজার ৮১৬ জন ও মৃত্যুবরণ করেছে ৪১ জন। বর্তমানে আইসোলেশনে ১ হাজার ৯৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।
গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (সিএস) ডা. মো. হাফিজুর রহমান জানান, আজ সোমবার কয়েকটি পিসিআর ল্যাব থেকে ১৭৫ জনের রিপোর্ট পাওয়া যায়। এর মধ্যে করোনা পজিটিভ এসেছে ৫৬ জনের।
গাইবান্ধা জেলা প্রশাসক মো. আবদুল মতিন বলেন, কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে কঠোর লকডাউন বাস্তবায়নসহ মানুষদের সচেতনতা সৃষ্টি করা হচ্ছে। এছাড়া নানা পদক্ষেপ গ্রহন করা হয়েছে।