বগুড়া জেলায় ডেঙ্গু পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। গত ২৪ ঘণ্টায় বগুড়া জেলায় নতুন করে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ২২ জন।
শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন ৪৮ জন। এরমধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ২১ জন, বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ৬ জন উপজেলা হাসপাতাল গুলোতে ২১ জন। চলতি বছরের ১ জানুয়ারি ২৩ সেপ্টেম্বর পর্যন্ত বগুড়া জেলায় এক হাজার ৭৫ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে মারা গেছেন ছয় জন।
বগুড়া শহরের চকসুত্রাপুর এলাকার বাসিন্দা তোফাজ্জল হোসেন জানান, আগস্ট মাসে তার সাত বছর এবং এক বছর বয়সী দুই সন্তান ডেঙ্গু আক্রান্ত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে ১২ দিনের চিকিৎসায় সুস্থ হয়েছে।
তিনি বলেন, হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় কোন অবহেলা করা হয়নি। ডেঙ্গু ইউনিটে চিকিৎসাধীন রোগীদের বিশেষ গুরুত্ব দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডাঃ শফিক আমিন কাজল বলেন, ডেঙ্গু রোগীদের প্রয়োজন স্যালাইন আর সার্বক্ষণিক পর্যবেক্ষণ। তিনি বলেন, হাসপাতালে চিকিসাধীন রোগীরা সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। মোহাম্মদ আলী হাসপাতালে কোন ডেঙ্গু আক্রান্ত রোগী মারা যায়নি।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডাঃ আব্দুল ওয়াদুদ বলেন, এই হাসপাতালে ৫০ জন ডেঙ্গু রোগী ভর্তি করার মত ব্যবস্থা রয়েছে। তবে এখন পর্যন্ত একসঙ্গে এত রোগী আসেনি। তারপরেও রোগীর সংখ্যা বৃদ্ধি পেলে ভর্তির ব্যবস্থা করা হবে। ডেঙ্গু আক্রান্ত কোন রোগীকে চিকিৎসা না নিয়ে ফিরে যেতে হবে না।
তিনি বলেন, হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য পর্যাপ্ত স্যালাইন মজুদ রয়েছে। চিকিৎসা সামগ্রীর ঘাটতি নেই।
এদিকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে চলতি মাসে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এরমধ্যে পৌরসভার পক্ষ থেকে মশক নিধন, লিফলেট বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষে জেলা শহর ছাড়াও উপজেলা পর্যায়ে পরিষ্কার পরিছন্নতা কর্মসূচি পালন করেছে।