অটোরিকশা ছিনতাই করতে চালককে হত্যা, ঘাতকসহ গ্রেফতার ৩



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইল এলাকার গ্রীন মডেল টাউনের একটি প্লট থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় নয়ন নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। গত ১৮ মে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে পুলিশ মরদেহ তথ্য জানায় স্থানীয়রা। এই ঘটনায় নিহতের পরিবার থানায় মামলা করলে তদন্তে নেমে হত্যায় জড়িত ঘাতকসহ তিনজনকে গ্রেফতার করে থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- মো.দীন ইসলাম (২০), মমিনুল হক ওরফে মকবুল (৩০) ও মো. আজিজুল হক (৩০)। তাদের সবার বাড়ি জামালপুর জেলায়।

আসামিদের তথ্যের ভিত্তিতে ভাঙ্গারির দোকান থেকে ব্যাটারি চালিত অটোরিকশার বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

সোমবার (২৭ মে) এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির ওয়ারি বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইকবাল হোসাইন।

তিনি বলেন, গত ১৮মে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে স্থানীয়রা যাত্রাবাড়ী থানায় ফোন করে জানায়, মাতুয়াইল এলাকার গ্রীন মডেল টাউনের একটি প্লটে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক ব্যক্তির মরদেহ পড়ে আছে। ঘটনাস্থলে পুলিশ পঁচাগলা অবস্থায় মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে তথ্য প্রযুক্তির মাধ্যমে নিহতের পরিচয় উদঘাটন করা হয়। নিহতের পরিবার জানায়, উদ্ধার হওয়া ব্যক্তির নাম মো. নয়ন (২০)। পেশায় ব্যাটারি চালিত অটোরিকশা চালক। গত ১৪ তারিখ ভাড়ায় চালিত অটোরিকশা নিয়ে বের হওয়ার পরে আর বাসায় ফেরে নি। এরপর থেকে নিখোঁজ ছিল নয়ন। এই ঘটনায় নিহতের মা রিনা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্তে নামে যাত্রাবাড়ী থানা পুলিশ।

ডিসি ইকবাল জানান, এর আগে অটোরিকশা চালক নয়ন নিখোঁজের দিন সেই রিকশার বডি ও হুডসহ দুই রিকশা যাত্রীকে আটক করে যাত্রাবাড়ী থানার টহল পুলিশ। আটক যাত্রীরা ময়লার স্তূপের মধ্যে এগুলো কুড়িয়ে পেয়েছেন। পরবর্তীতে রিকশার বডিতে থাকা মোবাইল নম্বরের সূত্র ধরে রিকশার মালিককে ডাকা হয়। তিনি এসে রিকশা হুড ও বডি নিয়ে যান। তবে তিনি চালক নয়নকে না পাওয়া পর্যন্ত মামলা করতে রাজি হননি।

এদিকে ঘটনার চারদিন পরে মরদেহ উদ্ধার ও এর আগে রিকশার বডি ও হুড উদ্ধার হওয়ায় হত্যায় জড়িদের ধরতে মাঠে নামে পুলিশ। পরবর্তীতে অভিযান চালিয়ে যাত্রাবাড়ীর ধলপুর এলাকা থেকে গ্রেফতার আজিজুল হকের দোকান থেকে অটোরিকশা ব্যাটারিসহ বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দীন ইসলাম ও মকবুলকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বরাত দিয়ে ইকবাল হোসাইন জানান, গত ১৪মে গ্রেফতারকৃত মকবুল এবং পলাতক মিজান ওরফে নিজামসহ কয়েকজন মিলে অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন রাত সাড়ে ৯ টায় গ্রীন মডেল টাউন যাওয়ার উদ্দেশ্যে যাত্রাবাড়ী থানার কাজলা থেকে ৮০ টাকা ভাড়া ঠিক করে নয়নের রিকশায় ওঠে। রিকশাটি গ্রীন মডেল টাউনে পৌছিলে মিজান চালক নয়নের গলায় গামছা পেঁচিয়ে ধরে তাকে নিচে ফেলে। তখন দীন ইসলাম রশি দিয়ে নয়নের দুইপা বেঁধে ফেলে। মকবুল দুই হাত বাঁধে। পরবর্তীতে মুখে গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পার্শ্ববর্তী ছনক্ষেতের ভিতরে ফেলে দেয়। পরবর্তীতে সবাই মিলে রিকশাটি নিয়ে ধলপুরে চলে আসে। ধলপুরে এসে ছিনতাইকারীরা রিকশার ব্যাটারি, মোটরসহ বিভিন্ন যন্ত্রাংশ আজিজুল হকের কাছে মাত্র ১২ হাজার টাকায় বিক্রি করে দেয়।

গ্রেফতার দীন ইসলাম এবং ভাঙ্গারী দোকানদার আজিজুল হক ঘটনার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এই ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

মাদককে 'নো' বলতে পারাটাই স্মার্টনেস: মেয়র আতিক



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

  • Font increase
  • Font Decrease

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, 'যে তরুণগুলো মাদককে নো বলতে পারে তারাই প্রকৃত স্মার্ট, তারাই মর্ডান। কারণ তারা জানে মাদক একটি নীরব ঘাতকের নাম, সব শেষ করে দেয়। তাই মাদক থেকে নিজেকে দূরে রাখতে হবে এবং খেলাধুলায় নিজেকে বেশিবেশি ব্যস্ত রাখতে হবে।'

শনিবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টায় রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টর পার্কে ঢাকা নর্থ মেয়র বাস্কেটবল টুর্নামেন্ট-২০২৪ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন, 'একটি শিশুর সুষ্ঠু মেধা বিকাশ ঘটে খেলাধুলার মাধ্যমে।'


শিশু-কিশোরদের খেলাধুলার বিষয়ে আরো বেশি সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'অভিভাবকদের আরো বেশি যত্নশীল হতে হবে। তাদের দামি দামি মোবাইল ফোন না কিনে দিয়ে খেলার সামগ্রী কিনে দেন। তারা ঠিকই মাঠে নেমে আসবে।'

তিনি বলেন, 'বাচ্চাদের হাতে হাতে ফোন। দিনরাত তারা সেটা নিয়ে পড়ে থাকছে। তাদের এই অভ্যাসগুলো পরিবর্তন করতে হবে। আমাদেরকেই পরিবর্তন করতে সহযোগিতা করতে হবে।'

খেলাধুলার দরজা সবার জন্য উন্মুক্ত উল্লেখ করে তিনি বলেন, 'সিটি করপোরেশন তরুণ প্রজন্মকে স্বাগতম জানাতে রেডি। আমরা সব সময় তাদের পাশে থাকবো।'

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য খনরু চৌধুরী, সাবেক সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন প্রমুখ। উদ্বোধন শেষে টুর্নামেন্টের টফি উন্মোচন করা হয়। টুর্নামেন্টে ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন একাডেমির টিম অংশগ্রহণ করবে বলেও জানানো হয়।

;

ফেনীতে বাড়ছে সাক্ষরতার হার, জনসংখ্যা সাড়ে ১৬ লাখ



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,ফেনী
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা ফেনীর জনশুমারি ও গৃহগণনা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ২০২২ সালের শুমারি অনুযায়ী ফেনীতে জনসংখ্যা ১৬ লাখ ৪৮ হাজার ৮৯৬ জন। এ জেলায় ৭ বছর ও তদূর্ধ্ব বয়সী জনগোষ্ঠীর সাক্ষরতার হার ৮০ দশমিক ৭৯ শতাংশ। অন্যদিকে জাতীয়ভাবে শিক্ষার হার ৭৪ দশমিক ৮০ শতাংশ। জেলায় জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ২২ শতাংশ, যা ২০১১ সালের শুমারিতে ছিল ১ দশমিক ৪৬ শতাংশ। প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ১ হাজার ৬৬৫ জন।

জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর ফেনী জেলা প্রতিবেদন প্রকাশ করেছে জেলা পরিসংখ্যান কার্যালয়। শনিবার (২৯ জুন) ফেনী জেলার জনশুমারির বিভিন্ন তথ্য বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ পরিচালক (ভারপ্রাপ্ত) মো. তানজীব হাসান ভুঁইয়া।

কার্যালয়টির দেয়া তথ্যানুযায়ী, ফেনী জেলার মোট জনসংখ্যা ১৬ লাখ ৪৮ হাজার ৮৯৬ জন। তার মধ্যে ৪৭ দশমিক ৩৩ শতাংশ পুরুষ এবং ৫১ দশমিক ৬৭ শতাংশ নারী। জেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সংখ্যা ৯০৬ জন। মোট পরিবারের সংখ্যা ৩ লাখ ৭৭ হাজার ১৬৪। ধর্মভিত্তিক বিশ্লেষণ অনুযায়ী বর্তমানে জেলার ৯৪ দশমিক ৪১ শতাংশ মানুষ মুসলিম ধর্মের অনুসারী। বাকি সাড়ে ৫ শতাংশ অন্যান্য ধর্মাবলম্বী। জেলায় সর্বাধিক জনসংখ্যা ফেনী সদর উপজেলায়। সবচেয়ে কম জনসংখ্যা পরশুরাম উপজেলায়।

ফেনীতে ৭ বছর ও তদূর্ধ্ব বয়সী জনগোষ্ঠীর সাক্ষরতার হার ৮০ দশমিক ৭৯ শতাংশ। যা জাতীয় পর্যায়ে ৭৪ দশমিক ৮০ শতাংশ। তার মধ্যে ৮২ দশমিক ৫৮ শতাংশ পুরুষ এবং ৭৯ দশমিক ২১ শতাংশ নারী। একই বয়সী জনগোষ্ঠীর ক্ষেত্রে দেশের পল্লী এলাকায় সাক্ষরতার হার ৭৯ দশমিক ৪১ শতাংশ ও শহর এলাকায় ৮৪ দশমিক ০২ শতাংশ। সাক্ষরতার হারে ফেনী সদরে সর্বোচ্চ ৮৩ দশমিক ১৭ শতাংশ এবং সোনাগাজীতে সর্বনিম্ন ৭৫ দশমিক ৮৪ শতাংশ।

ফেনীতে বর্তমানে জেলায় মোট জনসংখ্যার ৫৯ দশমিক ৪৬ শতাংশ নির্ভরশীল। যেখানে জাতীয়ভাবে নির্ভরশীলতার হার ৫৩ শতাংশ। অপরদিকে জেলায় প্রবাসীর সংখ্যা ১ লাখ ৫৪ হাজার ২৪৩ জন। এ সংখ্যা জেলার মোট জনসংখ্যার ১০ দশমিক ৭০ শতাংশ। মোট জনসংখ্যার ৩৩ দশমিক ৮৫ শতাংশ পরিবার রেমিটেন্স পেয়ে থাকেন। জেলায় মোট ১ লাখ ২৫ হাজার ২৭০টি পরিবার রেমিটেন্স গ্রহণ করেন। যার মধ্যে সর্বোচ্চ ৩৩ দশমিক ৫ শতাংশ ফেনী সদর উপজেলায় এবং ২য় অবস্থানে রয়েছে দাগনভুঞা উপজেলা। এ উপজেলায় ১৯ দশমিক ৩৯ শতাংশ পরিবার রেমিটেন্স গ্রহণ করেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, জেলায় কাজে নিয়োজিত মোট জনগোষ্ঠীর মধ্যে সর্বাধিক ৫৬ দশমিক ৪৬ শতাংশ সেবাখাতে কর্মরত। এছাড়াও উক্ত জনগোষ্ঠীর মধ্যে ২৮ দশমিক ৭৭ শতাংশ কৃষি এবং ১৪ দশমিক ৭৬ শতাংশ শিল্পখাতে কর্মরত। জেলায় ৫ বছর ও তদূর্ধ্ব বয়সী মোট জনগোষ্ঠীর মধ্যে ৫৬ দশমিক ৮৭ শতাংশ এর নিজস্ব ব্যবহারের জন্য মোবাইল ফোন রয়েছে। অপরদিকে ১৫ বছর ও তদূর্ধ্ব বয়সী মোট জনসংখ্যার মধ্যে ৭৩ দশমিক ৬১ শতাংশের নিজস্ব ব্যবহারের জন্য মোবাইল ফোন রয়েছে। জেলায় ৫ বছর ও তদুর্ধ্ব বয়সী মোট জনগোষ্ঠীর ৪১ দশমিক ৫১ শতাংশ ইন্টারনেট ব্যবহার করেন এবং ১৫ বছর ও তদূর্ধ্ব বয়সী জনগোষ্ঠীর মধ্যে ইন্টারনেট ব্যবহারকারীর হার ৫২ দশমিক ২ শতাংশ।

প্রতিবেদন প্রকাশনা বিষয়ে ইতোপূর্বে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো'র মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ডিজিটাল পদ্ধতিতে জনশুমারি ও গৃহগণনার কাজটি সম্পন্ন হয়েছে। সঠিক তথ্য নিশ্চিতে প্রযুক্তির ব্যবহার বেড়েছে। বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেকদূর এগিয়েছে। এখন অর্থনৈতিক শুমারির কার্যক্রম চলমান। এ প্রতিবেদন প্রকাশ হলে আমাদের উন্নয়নের চিত্র সবার সামনে তুলে ধরা হবে।

ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রচেষ্টার উদাহরণ প্রযুক্তিনির্ভর জনশুমারি এবং গৃহগণনা। নির্ভরশীল জনগোষ্ঠীর কথা বিবেচনা করে সরকার সর্বজনীন পেনশন স্কিম চালু করেছেন। সবাইকে পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হতে উৎসাহ দেয়ার আহ্বান জানান তিনি।

;

বালু বোঝাই ট্রাকের সাথে এনা পরিবহনের সংঘর্ষে চালক নিহত



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম,ময়মনসিংহ
ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

  • Font increase
  • Font Decrease

ময়মনসিংহের ভালুকায় ইউটার্ন নেয়া বালু বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষে এনা পরিবহনের চালক স্বপন হোসেন (৫৫) মারা গেছেন।

নিহত স্বপন হোসেন ঝালকাঠি জেলার রাজাপুর থানার সাংঘর এলাকার মৃত আয়ুব আলীর ছেলে।

শনিবার (২৯ জুন) সকাল পৌনে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢালিবাড়ী মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

ভরাডোবা হাইওয়ে থানার ইনচার্জ মো. শফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বলেন, সকাল পৌনে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢালিবাড়ী মোড়ে বালু বোঝাই একটি ট্রাক ইউটার্ন নেয়ার সময় ঢাকাগামী এনা পরিবহনের একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এনা পরিবহনের চালক গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিয়ে কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্বপন হোসেনকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষণা করেন।

এ ঘটনায় ভরাডোবা হাইওয়ে থানার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, মরদেহ পুলিশ হেফাজতে আছে। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

;

সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৩



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, চট্টগ্রাম
দুর্ঘটনাকবলিত বাস

দুর্ঘটনাকবলিত বাস

  • Font increase
  • Font Decrease

চট্টগ্রামের সীতাকুণ্ড ফৌজদারহাটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী স্টার লাইন পরিবহনের একটি বাস উল্টে যাওয়ার ঘটনায় একজন নিহত হয়েছেন। এসময় আহত হয় আরও তিনজন।

শনিবার (২৯ জুন) সকাল ৯টার দিকে ফৌজদারহাটের ফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত যাত্রীর নাম পাওয়া যায়নি। তবে তিনি নারী বলে জানা গেছে। আহত তিনজন হলেন- নোয়াখালী জেলার বেগমগঞ্জ এলাকার মো. মোস্তফার ছেলে আরিফ (৩০), কুমিল্লা জেলার চোদ্দগ্রাম এলাকার মো. আব্দুর রাজ্জাকের ছেলের আব্দুল মোতালেব (৫২) ও ফেনী জেলার সোনাগাজী এলাকার কোমল চন্দ্র নাথের মেয়ে স্বপ্না রানী (৪৯)। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চমেক হাসপাতালে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নুরুল আলম আশিক বলেন, ফৌজদারহাট এলাকায় স্টারলাইন গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত হয়ে হাসপাতালে ৩ জনকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করিয়ে দেন।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুর রাজ্জাক বার্তা২৪.কমকে বলেন, ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে সকাল ৯টায় বাস উল্টে যাওয়ার খবর আসে। তাৎক্ষণিক কুমিরা ও আগ্রাবাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। বাসের মধ্যে আটকে পড়া চারজনকে উদ্ধার করা হয়। এর মধ্যে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। বাকি তিনজনকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজ্জাক আরও বলেন, ওই বাসের ভেতর আটকে পড়া আমরা আর কাউকে পাইনি। বাস চালক পালিয়ে গেছে। ধারণা হচ্ছে বৃষ্টির মধ্যে গাড়িটি দ্রুত গতিতে চলানোয় নিয়ন্ত্রণ করতে না পেরে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গেছে৷ বাসটি আমরাপুলিশের সাহায্যে উদ্ধার করেছি।

জানা গেছে, স্টারলাইন পরিবহনের এই বাসটি চট্টগ্রাম যাত্রী নিয়ে ফেনীর দিকে যাচ্ছি।

;