খোয়াই নদীর রেল সেতুতে পানি, সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ
বন্যা পরিস্থিতিটানা কয়েকদিনের বৃষ্টি ও উজানের ঢলে হবিগঞ্জের খোয়াই নদী পানিতে টইটুম্বুর। প্রবল বেগে পানি প্রবাহিত হচ্ছে। এতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ খোয়াই নদীর রেল সেতুর গার্ডারের সামন পানি উঠেছে। ফলে ট্রেন চলাচলে ঝুঁকি থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই রুটে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার (২২ আগষ্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের ভারপ্রাপ্ত স্টেশন মাষ্টার গৌর প্রসাদ দাশ পলাশ।
তিনি জানান, গত কয়েক দিন যাবত খোয়াই নদীতে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তারপরও ব্রীজের গার্ডারের নিচে পানি থাকায় ট্রেন চলাচলে কোন অসুবিধা হয়নি। তবে ঝুকিপূর্ন হওয়ায় বুধবার থেকে ব্রীজের উপর দিয়ে ট্রেন চলাচলের সময় মাত্র ২০ কিঃমিঃ গতিতে চলাচল করতে হয়েছে। কিন্তু আজ নদীতে পানি বেড়ে ব্রীজের গার্ডারের সমান হওয়া ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত নিতে হয়েছে।
এদিকে সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হওয়ায় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি শ্রীমঙ্গল রেলস্টেশনে আটকা পড়েছে। এছাড়া আর কোন ট্রেন রাস্তায় আটক নেই।