চাঁদপুর আশ্রয়কেন্দ্রে অর্ধশত পরিবার

  বন্যা পরিস্থিতি
  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁদপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ভারী বৃষ্টিপাত ও জলাবদ্ধতার শিকার হয়ে চাঁদপুরে আশ্রয়কেন্দ্রে উঠেছে অর্ধশত পরিবার। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন থেকে সার্বিক তদারকি ও শুকনো খাবার দেয়া হয়েছে তাদের।

এছাড়া জেলার হাইমচরের নীলমকল ইউনিয়ন ভাঙ্গনের কবলে পড়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদ।

বিজ্ঞাপন

টানা বৃষ্টিতে ডাকাতিয়া নদীর পানি ১ থেকে ২ ফুট উঠানামা করছে বলে জানান পানি উন্নয়ন বোর্ড। এছাড়া পদ্মা-মেঘনায় রয়েছে প্রবল স্রোত। জেলার হাজীগঞ্জ , শাহরাস্তি ও ফরিদগঞ্জ উপজেলার কয়েকশ পরিবার পানিবন্দী হয়ে আছে।

এদের মধ্যে হাজীগঞ্জ উপজেলার ১০নং গর্ন্ধব্যপুর ইউনিয়নের কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অন্তত ২৫ টি পরিবার, ৯নং গর্ন্ধব্যপুর ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকার একটি প্রাথমিক বিদ্যালয় ও নাসিরকোটের একটি আশ্রয় কেন্দ্রে কিছু পরিবার আশ্রয় নিয়েছে।

বিজ্ঞাপন

জেলা প্রশাসন থেকে বলা হচ্ছে, রাত থেকে বৃষ্টিপাত না হওয়ায় সদর উপজেলার রাজরাজেশ্বর ও ইব্রাহীমপুর ইউনিয়নের কিছুটা শঙ্কামুক্ত। প্রত্যেক উপজেলায় মনিটরিং করার জন্য কন্ট্রোলরুম খোলা হয়েছে। অপরদিকে জেলা পুলিশ প্রশাসন, কোস্টগার্ড , নৌ-পুলিশসহ সামাজিক সংগঠনগুলো প্রস্তুত রয়েছে।