রাঙামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার
পাহাড়ি–বাঙালি সংঘাতের জেরে রাঙামাটিতে জারি করা ১৪৪ ধারা দুই দিন পর প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
রোববার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সাংবাদিকদের এতথ্য জানান রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
এর আগে, পাহাড়ি–বাঙালি সংঘর্ষের জেরে গত শুক্রবার বেলা ১টার দিকে পৌরসভায় এই বিধিনিষেধ জারি করেছিল জেলা প্রশাসন।
জেলা প্রশাসক মোহামদ মোশারফ হোসেন খান বলেন, বেলা ১১টা থেকে ১৪৪ ধারা তুলে নেওয়া হয়েছে। পরিস্থিতি আগের চেয়ে স্বাভাবিক। ১৪৪ ধারা তুলে নেওয়ার মাইকিং করা হবে। ধীরে ধীরে দোকানপাট খুলে যাবে।
তবে ঘটনার প্রতিবাদে ডাকা ৭২ ঘণ্টার অবরোধ চলায় জেলা শহরে এখনো যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অবরোধের আজ দ্বিতীয় দিন। শুক্রবার ‘বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার’ ব্যানারে এই অবরোধের ডাক দেওয়া হয়।