পঞ্চগড়ে শতাধিক দুস্থ ও প্রতিবন্ধীর মাঝে কম্বল বিতরণ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পঞ্চগড়
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

প্রতিবন্ধী মানুষের প্রত্যয়ের প্রতীক" এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সেচ্ছাসেবী সংগঠন আর্ন এন্ড লিভ এর পক্ষ থেকে পঞ্চগড়ে প্রায় শতাধিক অসহায় দুস্থ্য ও প্রতিবন্ধী মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে শীতের কম্বল বিতরন করা হয়েছে।

শীত এলেই যেন ছিন্নমূল অসহায়-গরীব ও প্রতিবন্ধী মানুষের কষ্ট দ্বিগুন বেড়ে যায়। শীত থেকে বাঁচতে বিত্তবানরা নানা উপায়ে শীত নিবারণ চেষ্টা করেন। কিন্তু ছিন্নমূল অসহায় শীতার্ত মানুষরা পড়েন চরম বিপদে। তাই প্রতিবন্ধী, ছিন্নমূল, অসহায়-গরীব শীতার্ত একশ' ব্যক্তিদের মাঝে কম্বল বিতরণ করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন আর্ন এন্ড লিভ পঞ্চগড় টিম।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩১ ডিসেস্বর) দুপুরে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বেগম খালেদা জিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট মেজবাহ, বেগম খালেদা জিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসরাফুল ইসলাম, আর্ন এন্ড লিভ এর টিম লিডার ডিজার হোসেন বাদশা, আল আমিন সুয়েল সেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা।

বিজ্ঞাপন

অতিথিরা এসময় আন এন্ড লিভ'র পরিচালক লন্ডন প্রবাসী সমাজসেবী ফরিদা ইয়াসমিন জেসির সার্বিক তত্বাবধানে জেলার ২০টি গ্রাম থেকে ১০০ দুস্থ প্রতিবন্ধীর হাতে একটি করে কম্বল বিতরণ করা হয়।

প্রতিবন্ধী জিল্লুর হোসেন বলেন, আমরা যারা প্রতিবন্ধী, তাদের খুবই কষ্টের জীবন। আর্ন এন্ড লিভ যে এই তীব্র শীতে আমাদের কষ্টের কথা ভেবে যে কম্বল দিয়েছে। আমি আপনাদের জন্য দোয়া করি।

শারীরিক প্রতিবন্ধী রাজু হোসেন বলেন, শীতে একটি কম্বল যেন এক টুকুরো সোনা। শীতের রাতে গরমের জন্য আর কিছু হয় না। আমরা জানি শীতের কি কষ্ট, তাই একটি কম্বল আমাদের মতো গরীব মানুষের কাছে সোনার চেয়ে দামী।

২০১৫ থেকে এখন পর্যন্ত সারা বাংলাদেশে বিভিন্ন প্রজেক্ট এর মাধ্যমে আর্ন এন্ড লিভ সেবা দিয়ে যাচ্ছে। পঞ্চগড়ে এর আগেও আর্ন এন্ড লিভ পঞ্চগড় টিমের মাধ্যমে বিভিন্ন প্রজেক্টে দুস্থ ও প্রতিবন্ধী মানুষের পাশে থেকে সেবা দিয়েছে।