সব পোর্টে এখনই থার্মাল স্ক্যানার জরুরি

  করোনা ভাইরাস
  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সব পোর্টে এখনই থার্মাল স্ক্যানার জরুরি- চীনা রাষ্ট্রদূত

সব পোর্টে এখনই থার্মাল স্ক্যানার জরুরি- চীনা রাষ্ট্রদূত

কেরানীগঞ্জের জাজিরা এলাকা থেকে: বাংলাদেশের সব প্রকার পোর্টে (জল, স্থল, আকাশ) থার্মাল স্ক্যানারের মনিটর প্রতিষ্ঠা করতে হবে। কারণ এ দেশের নিরাপত্তার জন্য এটা খুবই দরকার। শুধু চীন নয় যে কোনো স্থান থেকে করোনাভাইরাসের আগমন ঘটতে পারে।

বুধবার (৪ মার্চ) কেরানীগঞ্জের জাজিরা এলাকায় চায়না গ্রুপ কোম্পানি লিমিটেড আয়োজিত সংবাদ সম্মেলনে চীনের রাষ্ট্রদূত লি জিমিং এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, কেউ জানে না মধ্য প্রাচ্য, কোরিয়া, ইরান, চীন বা ইতালি থেকে এ রোগ নিয়ে বাংলাদেশে আসছে। চীনে করোনাভাইরাস বিশ্ব জুড়ে আক্রান্তের মাত্র ৫ শতাংশ ঘটেছে। বাকি ঘটেছে বিশ্বের ৯৫ শতাংশ অন্য দেশে। ঘটনা ও সংখ্যা নিয়ে গুজব রয়েছে।

রাষ্ট্রদূত বলেন, ১১০ মিলিয়ন মাস্ক প্রতিদিন তৈরি হচ্ছে চীনে। বাংলাদেশে অনেক চীনা নাগরিক বিভিন্ন প্রকল্পে কাজ করে। অনেকে নববর্ষে গিয়ে ফিরে আসতে পারেনি। যারা উহান প্রদেশের তারা এখনও ফিরে আসছে না। কিন্তু অন্য প্রদেশের কর্মীরা ফিরে আসতে শুরু করেছে। তবে বাংলাদেশে আসার সঙ্গে সঙ্গে তাদের ১৪ দিন পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

বিজ্ঞাপন

করোনাভাইরাসে বাংলাদেশ ঝুঁকির মুখে রয়েছে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ খুবই  করোনাভাইরাসের হুমকির মধ্যে রয়েছে। কারণ ইতিমধ্যে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশগুলো এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। এছাড়াও মধ্যপ্রাচ্যের প্রচুর মানুষ এ দেশে যাতায়াত করে।

চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেন, করোনভাইরাসে আক্রান্তদের কোনো সাধারণ হাসপাতালে রাখা ঠিক হবে না। যাদের পর্যবেক্ষণে রাখা হবে তাদের বিশেষ স্থানে রাখতে হবে। চীন ও বাংলাদেশ হাতে হাত ধরে এগিয়ে চললে এ ভাইরাস মোকাবিলা করা কঠিন হবে না। তিনটি মূল কথা আমি বলতে চাই। প্রথমত চীন করোনাভাইরাসকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হচ্ছে। চীনের প্রকল্প চালু ও বিনিয়োগ অব্যাহত রয়েছে। তৃতীয়ত, আমি বাংলাদেশ সরকার ও মানুষকে বলতে চাই, চীন এ সংকট জয় করবে। আজ নয় কাল নয় এখনই। 

তিনি বলেন, যে কোনো প্রকার বড় সমাবেশ পরিহার করতে হবে। যদি ধর্মীয় রীতি পালন করতে হয় তাহলে মাস্ক পড়া বাধ্যতামূলক করা দরকার।

চায়না রেলওয়ে ও পদ্মা সেতু রেল প্রকল্পের পরিচালক ওয়াং কুন বলেন, করোনাভাইরাসের প্রাদুভার্ব দেখা যাওয়ার পর এ প্রকল্পের কেউ যেন এ রোগে আক্রান্ত না হয় তা নিশ্চিত করা হয়েছে। অন্যদিকে প্রকল্পের কাজ চালিয়ে যাওয়া হচ্ছে।

সেতুর প্রকল্প পরিচালক লিউ জিয়ানহুয়া বলেন, পদ্মা সেতু প্রকল্পে ৬৬৬ জন চীনা নাগরিক এ প্রকল্পে কাজ করেন। মূল সেতুর মোট ৪২টি পিয়ারের মধ্যে ৩৯টি শেষ হয়েছে। মোট ৪১টির মধ্যে ২৫টি স্প্যান উঠেছে। সর্বোপরি এ প্রকল্পে ৮৫.৬৫ শতাংশ দৃশ্যমান অগ্রগতি হয়েছে। বাংলাদেশ সহযোগীদের কাছ থেকে সাহায্য ও সহযোগিতা অব্যাহত থাকলে মাওয়া থেকে ভাঙা পর্যন্ত রেলপথ নির্মাণের কাজ আগামী বছর শেষ হবে।

রেলওয়ের পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের অতিরিক্ত সচিব প্রকৌশলী গোলাম ফখরুদ্দিন আহমেদ চৌধুরী বলেন, ২০২৪ সালের জুন মাসে এ প্রকল্পের কাজ শেষ করা হবে। করোনাভাইরাসের জন্য কাজের গতি কমে গেছে। ১৬৯ কিলোমিটার লম্বা রেল লাইনসহ আরো ২০০ কিলোমিটার শাখা লাইন, ১৪টা নতুন স্টেশন তৈরি করা হবে। রেল প্রকল্পে ২৪ হাজার কোটি টাকার বাজেট ধরা হয়েছে।

এ সময় জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে কাজ করা চীনা নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান রাষ্ট্রদূত।

আরও বক্তব্য রাখেন, প্রকল্পের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর মো. কামরুজ্জামান প্রমুখ।