করোনাভাইরাস ঝুঁকি মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী

  করোনা ভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমাদের আশপাশের দেশগুলোতে করোনা ভাইরাস এসে গেছে তাই আমাদের দেশেও যেকোন সময় এ ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। কিন্তু এই ঝুঁকি মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশ।

বুধবার (৪ মার্চ) জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম) পুনঃসজ্জিত অডিটরিয়াম ও নবনির্মিত ব্যায়ামাগারের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

জাহিদ মালেক বলেন, বিশ্বজুড়ে করোনা এখন আতঙ্ক ছড়িয়েছে। সত্যিই করোনা একটি সমস্যা। এটা এখন মানব সমাজের জন্য একটি হুমকির নাম। তা থেকে ইউএসএও বাদ যায়নি। বিশ্বের প্রায় ৭০ টি দেশ এখন করোনায় আক্রান্ত। কার মাধ্যমে কখন কিভাবে ছড়িয়ে পড়বে বলা যায় না।

তিনি বলেন, এই ভাইরাস মোকাবিলায় ডাক্তারদের অনেক বলিষ্ঠ ভূমিকা রাখার বিষয়ে আছে। এছাড়া এরজন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। এবং আমরা প্রস্তুত আছিও।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, প্রত্যেক জেলায় আমরা আইসোলেশন ১০০ বেড রাখতে বলেছি এবং বিভাগীয় শহরে ৩০০ থেকে ৪০০ আইসোলেশন বেড প্রস্তুত রাখার কথা বলা হয়েছে।

দেশে আইসিইউ ও ডায়ালাইসিস ব্যবস্থা বাড়ানোর কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এ বছরের মধ্যে আমরা হাসপাতালগুলোতে আইসিইউ ও ডায়ালাইসিস ব্যবস্থা যা আছে তার দ্বিগুণ করব। এ বছরের মধ্যে আমরা পাঁচ হাজার নতুন ডাক্তার নিয়োগ দেব এবং ১৫ হাজার নার্স।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. এম. ইকবাল আর্সলান,স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব মো. আব্দুল আজিজ,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব মো. আসাদুল ইসলাম, নিপসম পরিচালক অধ্যাপক ডা. বায়জিদ খুরশীদ রিয়াজ প্রমুখ।