করোনাভাইরাস নিয়ে ঘাবড়ানোর কিছু নেই: প্রধানমন্ত্রী

  করোনা ভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাসের প্রভাবে অনেক দেশ অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হয়েছে। তাই এই ভাইরাস থেকে রক্ষা পেতে সবাইকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার আহ্বান জানাচ্ছি। তবে এতে ঘাবড়ানোর কিছু নেই।

রোববার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, করোনাভাইরাস নিয়ে প্রতিদিন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে। সবাইকে এ নির্দেশনা মেনে চলার আহ্বান জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা এ সমস্যার মোকাবিলা করতে পারব, আমাদের এ ধরনের সক্ষমতা রয়েছে।

করোনাভাইরাসে প্রতিদিনই মৃতের সংখ্যা বাড়ছে। প্রাণঘাতী এই ভাইরাসে এখন পর্যন্ত ১ লাখ ৬ হাজার ১৯৫ জন আক্রান্ত হয়েছে। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬শ জনে। এ পর্যন্ত করোনাভাইরাস ১০২টি দেশে ছড়িয়েছে।

বিজ্ঞাপন