করোনাভাইরাস: রোগীশূন্য রমেকে সুনসান নীরবতা

  বাংলাদেশে করোনাভাইরাস
  • ফরহাদুজ্জামান ফারুক, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

হাসপাতালের জরুরি বিভাগে নেই রোগীদের ভিড়, ছবি: বার্তা২৪.কম

হাসপাতালের জরুরি বিভাগে নেই রোগীদের ভিড়, ছবি: বার্তা২৪.কম

করোনা সংক্রমণের ভয়ে রোগীশূন্য হতে চলেছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। কয়েকজন রোগী থাকলেও, তারা ঠিকমত চিকিৎসা না পেয়ে হতাশ। হাসপাতাল জুড়ে বিরাজ করছে ভুতুড়ে পরিবেশ।

অথচ সপ্তাহ খানেক আগেও এই হাসপাতালে ছিল কোলাহল। রোগী নিয়ে ছুটোছুটি। বহির্বিভাগের সামনে রোগী ও স্বজনদের জটলা। যেখানে রোগীর ঠাঁই মিলত না, সেখানে এখন সুনসান নীরবতা।

শুক্রবার (২৭ মার্চ) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল (রমেক) ঘুরে এমন ভিন্ন চিত্র দেখা গেছে। হাসপাতালের বাইরে কিছু লোকজন থাকলেও ভেতরে রোগী নেই।

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আতঙ্কে সেবাকেন্দ্র ছেড়ে গেছে সবাই। বেশিরভাগ ওয়ার্ডের শয্যাগুলো এখন খালি পড়ে আছে। কোথাও নেই রোগীর চাপ। যে ক'জন রোগী আছেন, তারা নিতান্তই বাধ্য হয়ে সেখানে চিকিৎসা নিচ্ছেন। একটু সুস্থ হলেই তারাও বাড়ি চলে যাবেন।

জরুরি বিভাগের সামনে নেই কোনো চাপ
জরুরি বিভাগের সামনে নেই কোনো চাপ

হাসপাতালে ডায়ালাইসিস করাতে আসা রফিকুল ইসলাম গোলাপ নামে এক ব্যবসায়ী বার্তা২৪.কমকে বলেন, আমার স্ত্রীর জরুরি ডায়ালাইসিস করা দরকার। কিন্তু দুই দিন ধরে ঘুরে ডায়ালাইসিস করাতে পারছি না। ডাক্তার, নার্স কাউকে ঠিক মতো পাওয়া যাচ্ছে না।

জরুরি বিভাগে থাকা এক রোগীর স্বজন বলেন, তিনদিন ধরে রিপোর্ট দেখানোর জন্য চেষ্টা করছি, কিন্তু ডাক্তার নেই। যারা আছেন, তারা গুরুত্ব দিচ্ছেন না। বাইরে যে প্রাইভেট  ডাক্তারের কাছে যাব, সেই উপায়ও নেই। বাইরের ডাক্তাররা চেম্বার বন্ধ রেখেছেন।

এদিকে, খোঁজ নিয়ে জানা গেছে, হাসপাতালের জরুরি রোগী ছাড়া ভর্তি নিচ্ছে না কর্তৃপক্ষ। হৃদরোগ বিভাগের সিসিইউ আর পিসিসিইউতে রোগী নেই। প্রয়োজনীয় পরীক্ষা উপকরণ না থাকায় দুশ্চিন্তায় চিকিৎসক ও রোগীর স্বজনরা। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীর অভাবে হাসপাতালে কমে গেছে ইন্টার্ন চিকিৎসকদের উপস্থিতি।

সানজিদা তরিনা নামে এক ইন্টার্ন চিকিৎসক বার্তা২৪.কম-কে বলেন, আমাদের সবে মাত্র পিসিআর মেশিন আনা হয়েছে। এখন দ্রুত করোনা শনাক্তকরণ পরীক্ষা করা যাবে। কিন্তু রোগী ও চিকিৎসকের সুরক্ষার জন্য পিপিইসহ প্রয়োজনীয় অনেক কিছুই নেই।

বিজ্ঞাপন
পুরো হাসপাতাল প্রাঙ্গণে নেই কোনো ধরনের রোগীদের ভিড়
পুরো হাসপাতাল প্রাঙ্গণে নেই কোনো ধরনের রোগীদের ভিড়

অন্যদিকে, চিকিৎসক নাজমা বেগম বার্তা২৪.কম-কে বলেন, হাসপাতালে পর্যাপ্ত পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট-পিপিই নেই। বাধ্য হয়ে গাউন পড়ে কাজ করতে হচ্ছে। একটা গাউনই বারবার ব্যবহার করায়, এতে ঝুঁকি আছে। তারপরও রোগীদের সেবা দিচ্ছি।

এক হাজার শয্যার হাসপাতালে যেখানে স্বাভাবিক দিনে রোগী ভর্তি থাকে দেড় থেকে দুই গুণ। সেখানে শয্যার অর্ধেকও রোগী নেই। সুরক্ষার অভাব আর করোনা আতঙ্কে অনেক ওয়ার্ড রোগীশূন্য হয়েছে।

এ ব্যাপারে হাসপাতালের পরিচালক ডা. মো. ফরিদুল ইসলাম চৌধুরী বার্তা২৪.কম-কে জানান, করোনা পরীক্ষার কিট, পিসিআর মেশিনসহ ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামের (পিপিই) চাহিদাপত্র দেওয়া হয়েছে অধিদপ্তরে। বৃহস্পতিবার (২৬ মার্চ) করোনা শনাক্তকরণে পিসিআর মেশিন আনা হয়েছে। চাহিদাপত্র অনুযায়ী বাকি প্রয়োজনীয় সরঞ্জাম আসলে বোঝা যাবে তা আমাদের জন্য পর্যাপ্ত কিনা।

এদিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতাল, ক্লিনিকগুলোতে একই চিত্র বিরাজ করছে বলে জানা গেছে।