৫ম দিনে মমেকে ৩৩ জনের নমুনা সংগ্রহ

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

ময়মনসিংহ মেডিকেল কলেজের ল্যাব

ময়মনসিংহ মেডিকেল কলেজের ল্যাব

ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) মাইক্রোবায়োলজি বিভাগে স্থাপিত পিসিআর ল্যাবে করোনা শনাক্তে নতুন করে ৩৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

ল্যাবের কার্যক্রম শুরুর পঞ্চম দিনে পাওয়া এই নমুনাগুলোর পরীক্ষা-নিরীক্ষা চলছে। পরীক্ষার ফল জানা যাবে সোমবার।

বিজ্ঞাপন

রোববার (৫ এপ্রিল) বিকেলে মমেক হাসপাতালের অধ্যক্ষ ও প্রফেসর চিত্তরঞ্জন দেবনাথ বার্তা২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এদিন ময়মনসিংহ বিভাগের বিভিন্ন উপজেলা থেকে মোট ৩৩ জনের নমুনা এসেছে। ল্যাবে দায়িত্বরত চিকিৎসক ও মেডিকেল টেকনোলজিস্টরা নমুনাগুলো পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছেন।

বিজ্ঞাপন

এনিয়ে পাঁচদিনে মমেকে মোট ১১৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ইতোমধ্যে চারদিনে ৮০ জনের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবের মাধ্যমে করোনা পরীক্ষা সম্পন্ন হয়েছে। যেখানে সবার রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে বলে জানান অধ্যক্ষ চিত্তরঞ্জন দেবনাথ।