উদাসীন গ্রামের মানুষ, বিকেল হলেই গণজমায়েত-আড্ডা

  বাংলাদেশে করোনাভাইরাস


উবায়দুল হক, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
বিকেল হলেই এভাবে জমায়েত হচ্ছেন গ্রামের মানুষজন, ছবি: বার্তা২৪.কম

বিকেল হলেই এভাবে জমায়েত হচ্ছেন গ্রামের মানুষজন, ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

বাংলাদেশে করোনায় আক্রান্তদের মিছিল দিন দিন বাড়ছে। পাশাপাশি মৃত্যুর হারও বাড়ছে পাল্লা দিয়ে। করোনার সংক্রমণ রোধে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখাসহ ঘরে রাখতে কঠোর ভূমিকাও নিচ্ছে প্রশাসন। মাইকিং করে হাত ধোয়া, মাস্ক, হ্যান্ড গ্লাভস পরা, ঘরের বাইরে না যাওয়াসহ বিভিন্ন নির্দেশনা মানার পরামর্শও দেওয়া হচ্ছে। শহরের গণ্ডিতে অনেকে এ নির্দেশনা মানলেও একেবারেই উল্টো চিত্র গ্রামগুলোতে। এসব ব্যাপারে পুরোপুরি উদাসীন গ্রামের মানুষেরা।

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কয়েকটি এলাকা কয়েকদিন পর্যবেক্ষণ করে দেখা গেছে, সকাল থেকে দুপুর পর্যন্ত মানুষ ঘরমুখী কিংবা নিজস্ব কাজে ব্যস্ত থাকলেও বিকেল হলে আর ঘরে বসে থাকছেন না। প্রতিদিন বিকেল হলেই বাজারগুলোতে হচ্ছে গণজমায়েত। দোকানপাটের সামনে, রাস্তার মোড়ে কিংবা মাঠে দলবেঁধে আড্ডায় মেতে থাকে অনেক যুবক। ঈদের ছুটির মতো একে অপরের সঙ্গে মেলামেশা, হাত মেলানো, গল্পগুজব চলে আগের মতোই। যারা ঢাকাফেরত, তারাও দোকানপাটে এসে আড্ডা আর গল্প করে সময় কাটান।

চা-স্টল বন্ধের নির্দেশনা থাকলেও শাটার লাগিয়ে দোকানের ভেতর চলে চা আড্ডা। অন্যান্য দোকানপাট খোলা রাখার সময় নির্ধারণ করা হলেও সেই নিয়ম মানার কোনো নামগন্ধই নেই। পুলিশ আসার খবর পেয়ে কিছু সময় দোকান বন্ধ করে ভেতরে বসে থাকেন দোকানিরা। মনে হয় এ যেন চোর-পুলিশ খেলা।

রোববার (৫ এপ্রিল) বিকেলে উপজেলার ভবানীপুর ইউনিয়নের কান্দানিয়া বাজারে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিভিন্ন স্থানে জটলা পাকিয়ে গাদাগাদি করে কেনাকাটায় ব্যস্ত রয়েছে শতশত মানুষ। সড়কে ভ্যান, সিএনজি কিংবা অটোরিকশায় গাদাগাদি করে যাত্রী নিয়ে যাতায়াত করা হচ্ছে। কিছু সংখ্যক মানুষের মুখে মাস্ক থাকলেও অধিকাংশের মুখেই তা নেই। আর যারা মাস্ক পড়েছেন তারা নাকি বাধ্য হয়ে পড়েছেন।

 করোনার ভয়াবহতা নিয়ে মাইকিং চলছে
করোনার ভয়াবহতা নিয়ে মাইকিং করা হলেও গ্রামের মানুষজন এগুলো মানতে নারাজ

আইনুজ্জামান নামে এক ব্যক্তিকে মাস্ক পরার কারণ জানতে চাইলে তিনি বলেন, মাইক মাইরা কইছে মুখে মাস্ক পড়তে হইবো, তাইলে করোনা অইতনা, তাছাড়া পুলিশের ভয়ে বাজারে আসার সময় এইটা পইরা আহি।

হাট-বাজার বসা নিষিদ্ধ থাকলেও সেটিও মানছেন না কেউই। হাটে সবজি বিক্রি করতে আসা সুলতান মিয়া নামের এক কৃষক বলেন, ‘আমাদের ক্ষেতে সবজির আবাদ করেছি সেগুলোই হাটের দিন শুধু নিয়ে আসি।’ এসময় করোনার বিষয়ে জিজ্ঞেস করতেই মুচকি হাসি দিয়ে তার কাছে আসা ক্রেতাদের কাছে বিকিকিনি চালিয়ে নেওয়া শুরু করলেন।

এরই মধ্যে দেখা গেল বাজারে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে মাইক হাতে সচেতনতার বার্তা শুনাতে। বলতে লাগলেন, ‘আপনাদের বারবার বলা হলেও আপনারা নিয়ম মানছেন না, প্রশাসন যদি কোন ব্যবস্থা নেয় তাহলে আমার কিছু করার থাকবে না।’ কে শুনে কার কথা। তিনি তার মত বাজারের এ মাথা থেকে ও মাথা মাইকিং করে গেলেন আর ওদিকে বাজার যেমন চলছিল তেমনই চলতে লাগলো।

গ্রামে সার্বিক পরিস্থিতি ও মানুষের সচেতনতার বিষয়ে প্রশ্ন করা হয় ভবানীপুর ইউপি চেয়ারম্যান শাহীনূর মল্লিক জীবনকে। তিনি বার্তা২৪.কমকে বলেন, ‘আমরা সার্বক্ষণিক মানুষকে বোঝাচ্ছি। সামাজিক দূরত্ব ও পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলছি। গ্রামের মানুষের এসব বিষয়ে গুরুত্বই নাই। মানুষকে ঘরে থাকতে মাইকিংও করা হয়েছে, যা ৫ শতাংশ মানুষও মানেন না। আসলে তারা করোনাও বুঝে না, লকডাউনও বুঝে না এবং নিজের নিরাপত্তাও বুঝে না। তাদের কথা একটাই আল্লাহ-ই রক্ষা করবো।’ তবে উদাসীন গ্রামবাসীকে ঘরে রাখতে প্রশাসনের বাড়তি নজরদারি এবং পুলিশ-সেনাবাহিনীর নিয়মিত টহল প্রয়োজন বলে মনে করেন এ জনপ্রতিনিধি।

সমাজ সচেতনরা বলছেন, গ্রামীণ জনপদে নিয়মিত এমন জনসমাগম এখনই নিয়ন্ত্রণ করা না গেলে এর ফলাফল হবে ভয়ঙ্কর। তাই প্রশাসনকে তৃণমূল পর্যায়ে করোনা সংক্রমণ রোধে আরও সজাগ দৃষ্টি রাখতে হবে এবং প্রয়োজনে কঠোরও হতে হবে৷

এ বিষয়ে জেলা প্রশাসক মো. মিজানুর রহমান বার্তা২৪.কম-কে বলেন, ‘আমরা প্রতিটি ইউনিয়নে চেয়ারম্যান ও মসজিদ কমিটির মাধ্যমে মানুষকে সচেতন করার জন্য প্রচারণা চালিয়ে যাচ্ছি। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরাও নিয়মিত এলাকাগুলোতে যাচ্ছে। আমরা সব মাধ্যমেই চেষ্টা চালাচ্ছি। তবে প্রশাসনের দ্বারা সব কিছু সম্ভব না, এজন্য সবাইকে নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে।’

   

মুজিবনগরে দুই চেয়ারম‌্যান প্রার্থীর সমর্থক‌দের সংঘ‌র্ষ, আহত ১৩



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মেহেরপুর
মুজিবনগররে দুই চেয়ারম‌্যান প্রার্থীর সমর্থক‌দের সংঘ‌র্ষ, আহত ১৩

মুজিবনগররে দুই চেয়ারম‌্যান প্রার্থীর সমর্থক‌দের সংঘ‌র্ষ, আহত ১৩

  • Font increase
  • Font Decrease

মেহেরপুরের মুজিবনগরে দুই চেয়ারম‌্যান প্রার্থীর সমর্থক‌দের সংঘ‌র্ষে ১৩ জন আহত হ‌য়ে‌ছেন।

শুক্রবার (২৬ এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে মু‌জিবনগর উপ‌জেলার মহাজনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- রফিকুল ইসলাম তোতার কাপ পিরিচ সমর্থক ইসলাম শেখ (৬০), রমজান (২৬), শাজাহান ( ২৫), আব্দুর ছাত্তার (৫৫), আনারুল (৫০), পিতা লোকমান শেখ । এদের সবার বা‌ড়ি মহাজনপুর গ্রামে।

অপর দিকে আমাম হোসেন মিলুর আনারস প্রতীকের আহতরা হলেন- সোহরাব হোসেন কালু (৪৮), সাইদ (২২) , সাহাবুদ্দীন (৫২), রাসেল (২২) , হাবিবুর (২২), উজ্জল (৩৩), মেহেরাব (২২), রমজান (১১)। এদেরও বা‌ড়ি মজাজনপুর গ্রা‌মে।

আহতদের সবাইকে উদ্ধার করে চিকিৎসার জন্য মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশে নিয়ে যায়। আহত ইসলাম হোসেনের মাথায় বাঁশের আঘাত গুরুতর হওয়ায় মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসা উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে‌ছেন। বর্তমানে এলাকার পরিস্থিতি উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

ত‌বে এলাকায় পুলিশের টহল অব্যাহত রয়েছে।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে মুজিবনগরের মহাজনপুর বাজারে মুজিবনগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী উপ‌জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি রফিকুল ইসলাম তোতা ও সা‌বেক সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলুর সমর্থক‌দের ম‌ধ্যে উত্তেজনা ছ‌ড়ি‌য়ে প‌ড়ে। দুই প্রার্থীর নির্বাচনী অফিস পাশাপাশি হওয়ায় প্রচারণাকে কেন্দ্র করে এ উত্তেজনা শুরু হয়।

এক পর্যা‌য়ে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপসহ ধাওয়া পাল্টা ধাওয়া হয় এবং আমাম হোসেন মিলু গ্রুপের লোকজন রফিকুল ইসলাম তোতার কাপ পিরিচের অফিসের চেয়ার ভাঙচুর করে। এতে উভয় প‌ক্ষের ম‌ধ্যে সংঘ‌র্ষে আহত হয় ১৩ জন। খবর পে‌য়ে মুজিবনগর থানা ও কোমরপুর পুলিশ ক্যাম্পে মি‌লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মু‌জিবনগর থানা।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল কুমার দত্ত জানান, প‌রি‌স্থি‌তি নিয়‌ন্ত্রেণে যা যা করণীয় তাই করা হ‌চ্ছে।

  বাংলাদেশে করোনাভাইরাস

;

বৃষ্টির আশায় পল্লবিতে ইসতিসকারের নামাজ



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

  • Font increase
  • Font Decrease

তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও বৃষ্টি প্রার্থনা করে রাজধানীর মিরপুর পল্লবিতে ইসতিসকারের নামাজ আদায় হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় পল্লবি ১২ সেকশনের ডি ব্লক ঈদগাহ মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়।

মাদ্রাসা দারুর রাসাদ এর উদ্যোগে এ নামাজে ইমাম ছিলেন বাইতুল আজমত জামে মসজিদের ইমাম আব্দুল হালিম।

এর আগে ভোর থেকে ওই মাঠে আসতে শুরু করেন মুসল্লিরা। প্রায় দুই হাজার মানুষ অংশ নেয় এ ইসতিসকারের নামাজে।

  বাংলাদেশে করোনাভাইরাস

;

শেরে বাংলা একে ফজলুল হকের মৃত্যুবার্ষিকীতে আ. লীগের শ্রদ্ধা



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

জাতীয় নেতা শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ।

শনিবার (২৭ এপ্রিল) সকাল ৮টায় ঐতিহাসিক শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে ফজলুল হকের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এসময় প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ও পরে দলের পক্ষ থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে শ্রদ্ধা জানান কেন্দ্রীয় নেতারা। সেখানে নেতারা এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সুজিত রায় নন্দী, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, দপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী প্রমুখ।

  বাংলাদেশে করোনাভাইরাস

;

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বইছে তীব্র তাপপ্রবাহ। গরমে অতিষ্ঠ জনজীবন। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। এর মধ্যে সিলেটের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়সহ বজ্রবৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। 

আবহাওয়া দফতরের নদীবন্দরের জন্য দেয়া সতর্কবার্তা অনুযায়ী শনিবার (২৭ এপ্রিল) সকাল ৯টার মধ্যে এই ঝড় বয়ে যাওয়ার কথা।

সতর্কবার্তায় বলা হয়, সকাল ৯টার মধ্যে সিলেটের বিভিন্ন এলাকার ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে মধ্যরাতে ঘণ্টার বেশি সময়ে বৃষ্টিতে সিলেট নগরীসহ জেলার বিভিন্ন উপজেলা ভিজেছে। রাত আটটার পর থেকে নগরে বইতে শুরু করে বাতাস। পরে রাত ১১টার দিকে নামে ঝুম বৃষ্টি।

এছাড়া মে মাসের শুরুতে দেশে বৃষ্টিপাত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। 

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক সময় সংবাদকে জানান, এপ্রিল জুড়েই থাকবে তাপপ্রবাহ। তবে মে মাসের শুরুতেই সারাদেশে বৃষ্টিপাত হতে পারে। এরপরই গরম কমে আসবে।

শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় আবহাওয়া বার্তায় জানানো হয়, বর্ধিত পাঁচ দিনের শেষের দিকে দেশের উত্তরপূর্বাঞ্চল ও দক্ষিণপূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। 

  বাংলাদেশে করোনাভাইরাস

;