চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের হরিশপুর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে আলমসাধু চালক সেলিম (৩৫) ও জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের কর্চাডাঙ্গা গ্রামের আব্দুল্লাহ গাজীর মেয়ে শিশু রাফিয়া খাতুন (৪)।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার হিজলগাড়ি ও জীবননগর উপজেলার কর্চাডাঙ্গা গ্রামে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার বোয়ালিয়া গ্রামে বোনের বাড়ি পাটকাঠি দিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন আলমসাধু চালক সেলিম। পথে হিজলগাড়ী মাদ্রাসার নিকট পৌঁছালে আলমসাধুর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে স্থানীয় হিজলগাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমিনুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। যেহেতু নিহত আলমসাধু চালকের বাসা বেগমপুর ক্যাম্পের আওতায়, তাই তাদের ইনচার্জকে জানানো হয়েছে। তিনি এসে পরবর্তী ব্যবস্থা নেবেন।’
অপর দিকে, মঙ্গলবার সন্ধ্যায় কর্চাডাঙ্গায় বাড়ির অদূরের রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল শিশু রাফিয়া। এসময় একটি আলমসাধু তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে জীবননগর থানার শাহাপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে।
ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মেহেদী জানান, শিশুটি রাস্তার ওপর দাঁড়িয়ে ছিল। এসময় একটি আলমসাধু ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে ময়নাতদন্ত ছাড়ায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।