করোনা এনবিআরের আরেক কর্মকর্তা মৃত্যু, চেয়ারম্যানের শোক

  বাংলাদেশে করোনাভাইরাস
  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

করোনা এনবিআরের আরেক কর্মকর্তা মৃত্যু, চেয়ারম্যানের শোক

করোনা এনবিআরের আরেক কর্মকর্তা মৃত্যু, চেয়ারম্যানের শোক

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ঢাকা কাস্টমস হাউসের রপ্তানি পরীক্ষা ইউনিটে কর্মরত অবস্থায় করোনা আক্রান্ত রাজস্ব কর্মকর্তা (সুপারিন্টেনডেন্ট) খোরশেদ আলম শনিবার(১৩জুন) ভোর রাতে ঢাকার উত্তরায় ইস্ট ওয়েস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

খোরশেদ আলম এর অকাল মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

বিজ্ঞাপন

শনিবার (১৩ জুন) এনবিআরের সিনিয়র তথ্য অফিসার সৈয়দ এ মু'মেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, ঢাকা কাস্টমস হাউসের রপ্তানি পরীক্ষা ইউনিটে কর্মরত অবস্থায় করোনা আক্রান্ত রাজস্ব কর্মকর্তা (সুপারিন্টেনডেন্ট) খোরশেদ আলম শনিবার ভোর রাতে ঢাকার উত্তরায় ইস্ট ওয়েস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বিজ্ঞাপন

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম করোনা আক্রান্ত রাজস্ব কর্মকর্তা'র মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন। পাশাপাশি তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। পরম করুনাময় আল্লাহ্ যেন তাঁকে জান্নাতবাসী করেন এবং পরিবারের সবাইকে এই শোক সহ্য করার শক্তি দিন। আমিন।

বাংলাদেশ কাস্টমস এন্ড ভ্যাট এক্সিকিউটিভ অফিসার্স এসোসিয়েশন (বাকাএভ), করোনা যুদ্ধে বাংলাদেশ কাস্টমস এন্ড ভ্যাট বিভাগের ২য় শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে