যশোরে বেনাপোল পৌরসভা ও নাভরন লকডাউন

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বেনাপোল (যশোর)
  • |
  • Font increase
  • Font Decrease

যশোরে রেড জোন ঘোষিত অঞ্চল লকডাউন করছেন প্রশাসনের কর্মকর্তারা

যশোরে রেড জোন ঘোষিত অঞ্চল লকডাউন করছেন প্রশাসনের কর্মকর্তারা

মহামারি করোনাভাইরাসের বিস্তার রোধে যশোরের বিভিন্ন উপজেলাকে রেড জোন ঘোষণা করায় শার্শা উপজেলার নাভারন ও বেনাপোল পৌরসভার ২ নং ওয়ার্ড সম্পূর্ণ লকডাউন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার নাভারন সদরের কাজিরবেড়, নাভারন রেলবাজার, উত্তর ও দক্ষিণ বুরুজবাগান এবং বেনাপোল পৌরসভার ২নং ওয়ার্ড নামাজগ্রাম ও দুর্গাপুর গ্রামকে বাঁশের বেড়া দিয়ে লকডাউন করেন প্রশাসনিক কর্মকর্তারা।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পুলক কুমার মন্ডল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম, বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল বলেন, প্রাণঘাতী করোনাভাইরাস দেশে দিন দিন ভয়াবহ রূপ ধারণ করছে। ইতোমধ্যে সারা দেশে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯। তাই সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বেনাপোল পৌরসভা ও নাভরন এলাকা লকডাউনের আওতায় আনা হলো।

বিজ্ঞাপন