বগুড়ায় করোনা আক্রান্ত আরও তিনজনের মৃত্যু

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

প্রতীকী

প্রতীকী

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও তিনজন এবং করোনার উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ জুন) রাতে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. খায়রুল বাশার মোমিন ও টিএমএসএস মেডিকেল কলেজে সহকারি নির্বাহী কর্মকর্তা আব্দুর রহিম রুবেল এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

জানা গেছে, আদমদীঘি উপজেলার সিরাজুল ইসলাম (৪৫), শহরের লতিফপুর কলোনি এলাকার আনোয়ার হোসেন (৬৫) এবং সদরের মাটিডালী এলাকার খলিলুর রহমান করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মারা যান।

শহরের নিশিন্দারার আসমা বেওয়া (১০৫) করোনা উপসর্গ নিয়ে গত ১৫ জুন সকালে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তিনি মারা যান।

বিজ্ঞাপন