সাভারে করোনায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু
বাংলাদেশে করোনাভাইরাসসাভারে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহমান (৫২) নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৬ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জাহিদুর রহমান।
এর আগে শুক্রবার (২৬ জুন) সকালে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত আব্দুর রহমান অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় ঋণ এবং অগ্রিম বিভাগে অফিসার পদে কর্মরত ছিলেন। তিনি সাভারের ফুলবাড়িয়ায় এলাকার মৃত তোতা মিয়ার ছেলে।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জাহিদুর রহমান জানান, করোনার উপসর্গ নিয়ে হাসপাতাল আসেন ব্যাংক কর্মকর্তা আব্দুর রহমান। নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্তের পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে ১৪ জুন তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়।
অবস্থার আরও অবনতি হলে তাকে পরবর্তীতে আইসিইউতে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি সকালে মারা যান।