পদত্যাগ করলেন ব্রাজিলের কোচ তিতে

  ‘মরুর বুকে বিশ্ব কাঁপে’
  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই ব্রাজিল কোচের পদ ছাড়লেন তিতে। শুক্রবার ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে এসে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন তিনি।

ছ’বছর ব্রাজিল কোচের পদে থাকার পর দায়িত্ব থেকে সরে গেলেন তিতে। তার অধীনে ২০১৮ এবং ২০২২— দু’বারই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে ব্রাজিল।

বিজ্ঞাপন

ম্যাচের পর তিতে বলেন, এই হার মেনে নেওয়া যন্ত্রণার। আমি এ বার একটু শান্তিতে থাকতে চাই। আমাকে যতটুকু দায়িত্ব দেওয়া হয়েছিল, তা শেষ হয়েছে। দেড় বছর আগেই বলেছিলাম বিশ্বকাপের ফল যাই হোক, আমি আর দায়িত্বে থাকব না। দু’রকম কথা আমি বলি না। কোনও রকম নাটক করে পদে থাকার ইচ্ছেও আমার নেই। যারা আমাকে চেনে, তারা জানে আমি এক কথার মানুষ।

২০১৪-র বিশ্বকাপে ব্রাজিলের কোচ ছিলেন দুঙ্গা। তার অধীনে একের পর এক ম্যাচে ব্রাজিল খারাপ খেলতে থাকায় চাকরি যায় তার। আনা হয় ব্রাজিলের ঘরোয়া ফুটবল সম্পর্কে ভাল জ্ঞান থাকা তিতেকে। তিনি এ দিন আরও বলেছেন, একটা নির্দিষ্ট প্রক্রিয়ার সাহায্যে এগোচ্ছিলাম আমরা। আগের বিশ্বকাপে গোটা দলকে একসূত্র গাঁথাই আমার কাছে আসল কাজ ছিল। এখন দলটা একটা ছন্দে বেঁধে গিয়েছে। দুর্ভাগ্যজনক যে এই বিশ্বকাপেও আমরা সমর্থকদের মুখে হাসি ফোটাতে অপারগ।

বিজ্ঞাপন

তিতের অধীনে ব্রাজিল খেলেছে ৮১টি ম্যাচ। জিতেছে ৬০টি। ১৫টি ম্যাচ ড্র। হারতে হয়েছে মাত্র ৬টি ম্যাচে। ব্রাজিল দিয়েছে ১৭৪টি গোল। খেয়েছে ৩০টি।