ভাউট ভেগহোর্স্টকে ‘গাধা’ বলে গালি দেন মেসি!

  ‘মরুর বুকে বিশ্ব কাঁপে’


স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ভাউট ভেগহোর্স্টকে ‘গাধা’ বলে গালি দেন মেসি!

ভাউট ভেগহোর্স্টকে ‘গাধা’ বলে গালি দেন মেসি!

  • Font increase
  • Font Decrease

নেদারল্যান্ডস ও আর্জেন্টিনার মধ্যকার ম্যাচে উত্তেজনা এতখানি ছিল শেষ পর্যন্ত ম্যাচটা মল্লযুদ্ধে পরিণত হওয়াটাই বাকি ছিল কেবল। ম্যাচে ফাউল করা, হলুদ কার্ড, লাল কার্ড সব ছিল। দুই দলের খেলোয়াড়সুলভ মানসিকতা ভুলে নেমেছেন যুদ্ধে। মাঠের লড়াই শেষে লড়াই হয়েছে মাঠের বাইরেও। কোচকেও পর্যন্ত অপমান করা হয়েছে।

বৃহস্পতিবার লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচ নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ২-২ গোলে সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে ৪-৩ গোলে আর্জেন্টিনা ম্যাচ জিতে জায়গা করে নিয়েছে সেমিফাইনালে।

সেমিফাইনালে দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ রাশিয়া বিশ্বকাপের ফাইনালিস্ট ক্রোয়েশিয়া। 

ম্যাচে ১৮টি হলুদ কার্ড দেখাতে হয়েছে রেফারি মাতেও লাহোজকে। লাল কার্ড দেখিয়েছেন তিনি নেদারল্যান্ডসের ডেনজেল ডামফ্রিজকে। হলুদ কার্ড দেখেছেন লিওনেল মেসিও। ম্যাচে দুই দল মিলে ফাউল করেছে ৪৮টি। এক ম্যাচে ফাউল সংখ্যা ৪৮, ভাবা যায়!

২০০৬ বিশ্বকাপে নেদারল্যান্ডস ও পর্তুগালের মধ্যকার এক ম্যাচে ১৬টি হলুদ কার্ড ও ৪টি লাল কার্ড দেখেছিল বিশ্ব। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডের ম্যাচ হলুদ কার্ডের সেই রেকর্ড বুঝি ভেঙে দেওয়ার ম্যাচ! ম্যাচ পর্যন্ত এটা সীমিত থাকলে এত কথা হতো না, কিন্তু ম্যাচ–পরবর্তী হিংসা ও ঘৃণার উদ্‌গিরণে এই ম্যাচ ছাড়িয়ে গেছে সবকিছু। বিস্ময়করভাবে এখানে নেতৃত্ব দিচ্ছিলেন লিওনেল মেসি। যিনি কি-না শান্ত-সৌম্য চেহারা ও আচরণের ধারাবাহিকতা এতদিন ধরে রেখেছিলেন!

নেদারল্যান্ডস ম্যাচ হেরেছে পেনাল্টি শুটআউটে। শোকেস্তব্ধ কেউ কেউ মাঠে শুয়ে পড়েছিলেন, কেউ বা দু'হাতে মুখ ঢেকে বসেছিলেন দুঃখে, বেদনার্ত দৃষ্টিতে কেউবা শূন্য দৃষ্টিতে তাকিয়ে ছিলেন। স্বভাবিকভাবেই আর্জেন্টিনা দলের একাংশ উদযাপনে, আরেক অংশ কিনা ডাচদের মুখ ভেঙাচ্ছিল, বিদ্রূপ করছিল; এমন দৃশ্য দেখা যায় না সচরাচর! 

শুনতে অবাক লাগবে যে কথায় সেটা হচ্ছে- মেসি এক ডাচ ফুটবলারকে কটূক্তি  করেন। ‘এদিকে তাকিয়ে আছিস কেন, গাধা’ বলে গালি দেন এই আর্জেন্টাইন মহাতারকা। টেলিভিশন ক্যামেরার সামনে দেওয়া মেসির এই গালি পুরো বিশ্বে প্রচারিত হয়ে গেছে। জানা গেছে, ওই ডাচ খেলোয়াড়ের নাম ভাউট ভেগহোর্স্ট। দুই গোলে পিছিয়ে থাকা ম্যাচে নেদারল্যান্ডকে ম্যাচে ফিরিয়ে এনেছিলেন এই ফুটবলারই।

শেষ কি এখানে? না, আরও আছে! ম্যাচের আগে নেদারল্যান্ডসের কোচ লুই ফন গাল একটা খোঁচা দিয়েছিলেন মেসিকে। যার মূল কথা ছিল, প্রতিপক্ষ যখন আক্রমণে যায়, মেসি তখন দাঁড়িয়ে থাকে। ফন গালের এই মন্তব্যে ম্যাচের আগে উত্তাপ ছড়িয়েছিল। ম্যাচ শেষেও দেখা গেল এর প্রকাশ। খেলার সময়ে ডাচ কোচ দলকে নির্দেশনা দিতে দেখা গিয়েছিল। এটা আবার পছন্দ হয়নি আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ো মার্তিনেজের। প্রতিপক্ষ দলের কোচকে মুখ বন্ধ রাখার দেন তিনি। ওই ডাচ নাকি বেশি কথা বলেন, এমন অভিযোগ আবার মার্তিনেজের।

মার্তিনেজের প্রসঙ্গ ছাড়াও ডাচ কোচ ফন গালের প্রতি বিরূপ মন্তব্য জুড়েছেন লিওনেল মেসি। মাঠে প্রকাশ্যে ফন গালকে জবাব দিয়ে দেবেন মেসি, এটা ভাবতে পারেননি কেউ, ফন গালও। নেদারল্যান্ডস সুন্দর খেলেনি, ফন গাল যে এত সুন্দর ফুটবল, ভালো ফুটবল বলে মুখে ফেনা তুলে ফেলেন; তিনি লম্বা লম্বা ফরোয়ার্ডদের নামিয়ে বক্সের মধ্যে শুধু ক্রস ফেলতে পারেন!

লম্বা লম্বা ফুটবলারদের লম্বা লম্বা পাস নিয়ে মেসি যতই বিরূপ মন্তব্য করুন না কেন ম্যাচ শেষের দিকে ৬ ফুট ২ ইঞ্চি আর ৬ ফুট ৬ ইঞ্চি দুই ফরোয়ার্ডকে নামিয়েই নেদারল্যান্ডসকে ম্যাচে ফিরিয়েছিলেন লুইন ফন গাল। মেসি কি এখানেই বিরক্ত? প্রতিপক্ষের কৌশলে কেউ বিরক্ত হতে পারেন, কিন্তু প্রকাশ্যে কি এভাবে বলা যায়? অন্তত মেসির মতো মহাতারকার কাছ থেকে এমন কিছু আশা করা যায়?

   

রেকর্ড গড়ে ইউরোপা লিগের সেমিতে লেভারকুসেন 



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

 

ইউরোপের ক্লাব ফুটবলের এই মৌসুম শেষের আগেই একটা কথা যেন অনায়াসেই বলে দেওয়া যায়, বায়ার লেভারকুসেন, ‘রিমেম্বার দ্য নেইম।’ মনে না রেখেই বা উপায় আছে? চলতি আসরে লেভারকুসেনের ফর্ম এক কথায় দানবীয়। গেল সপ্তাহেই ক্লাবের ১১৯ বছরের ইতিহাসে প্রথমবারের মতো বুন্দেসলিগা শিরোপা জেতে ক্লাবটি। এবার জার্মান ক্লাব ফুটবলের ট্রেবলের দিকেই এগোচ্ছে জাভি আলোনসোর দলটি। 

গত রাতে ইউরোপ লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগের ম্যাচে ওয়েস্ট হ্যামের বিপক্ষে ১-১ গোলের ড্রয়ে টুর্নামেন্টের সেমিতে পৌঁছেছে লেভারকুসেন। আগের লেগে ঘরের মাঠে ইংলিশ ক্লাবটির বিপক্ষে ২-০ ব্যবধানে জিতেছিল তারা। এতে দুই লেগ মিলিয়ে ব্যবধান দাঁড়ায় ৩-১ গোলের। 

এদিকে এই ড্রয়ে অনন্য একটি রেকর্ডও গড়েছে লেভারকুসেনের। গতকালের ম্যাচ দিয়ে এই আসরে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্তও টানা ৪৪ ম্যাচে অপরাজিত দলটি। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের কোনো ক্লাবের টানা এতো ম্যাচে অপরাজিত থাকার কীর্তি নেই। 

ওয়েস্ট হ্যামের মাঠে গত রাতের ম্যাচটির শুরুতেই অবশ্য ধাক্কার মুখোমুখি হতে হয় জার্মান ক্লাবটিকে। মিকেইল আন্তনিও গোলের ম্যাচের ১৩তম মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। পিছিয়ে পড়ে সমতায় ফিরতি মরিয়া হলে উঠলেও কাঙ্খিক সেই ‘শট’ এর দেখা পাচ্ছিল না লেভারকুসেন। ম্যাচের ৮৮ মিনিতেও এগিয়ে ওয়েস্ট হ্যাম। দুই লেগ মিলিয়ে তখনও অবশ্য এগিয়ে লেভারকুসেন, তবে অনেকেই ভাবছিল দলটির অপরাজিত যাত্রা এই বুঝি শেষ! 

তবে ম্যাচের মূল সময়ের এক মিনিট বাকি থাকতে সেই কাঙ্ক্ষিত ‘শট’ এলো জেরেমি ফ্রিমপংয়ের থেকে। সমতায় লেভারকুসেন। বহাল থাকলো অপরাজিত থাকলো সঙ্গে সহজ ব্যবধানে সেমিতেও উঠল। 

রাতের আরেক ম্যাচে এসি মিলানকে ২-১ গোলে হারিয়েছে আরেক ইতালিয়ান ক্লাব রোমা। এতে ৩-১ এগ্রিগেটে সেমিতে পৌঁছেছে তারা। সেমিতে এই রোমার বিপক্ষেই ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে লেভারকুসেন। 

  ‘মরুর বুকে বিশ্ব কাঁপে’

;

২৪০ বলের ম্যাচ শেষ ২ বলেই



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

 

টি-টোয়েন্টি ম্যাচ। দুই ইনিংস মিলিয়ে ম্যাচটি নির্ধারিত থাকে ২০ ওভার করে ৪০ ওভারের। বলের হিসেবে ২৪০ বল। তবে এই ২৪০ বলের ম্যাচ এবার শেষ হলো স্রেফ ২ বলেই! তবে না, এই ২ বলে ম্যাচ নিস্পত্তি হয় নি। গত রাতের পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি ২ বলের পরই ভেস্তে গেছে বৃষ্টিতে। 

রাওয়ালপিন্ডিতে এদিন ম্যাচ শুরুর আগ থেকেই নামে বৃষ্টি। অনেকটা সময় পেরিয়ে বৃষ্টি থামলে শুরু হলেও তা কমে আসে ইনিংস প্রতি ৫ ওভারে। টসে জিতে আগে ব্যাটিংয়ে নামে কিউইরা। সেখানে প্রথম ওভার করতে যান শাহিন শাহ আফ্রিদি। দ্বিতীয় বলে ওপেনার টিম রবিনসনকে বোল্ডও করেন। তবে ঠিক এর পরেই ফের নামে বৃষ্টি এবং শেষ পর্যন্ত ম্যাচটিকে পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। এর আগে ২ বল খেলে কিউইদের স্কোরবোর্ডে ছিল ১ উইকেটে ২ রান। 

এদিকে ম্যাচটি দিয়ে প্রায় চার বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন মোহাম্মদ আমির। তবে ফেরার এই ম্যাচে একটি বলও করতে পারলেন না এই বাঁহাতি তারকা পেসার। আমির এর আগে সবশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন ২০২২ সালের ৩০ আগস্ট, ইংল্যান্ডের বিপক্ষে। সেই বছরের ডিসেম্বরেই আচমকা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন এই বাঁহাতি পেসার। তবে প্রায় চার বছর পর অবসর ভেঙে ফিরলেন দলে, সেই টি-টোয়েন্টি ফরম্যাট দিয়েই।

ম্যাচটি দিয়ে অভিষেক হয়েছে পাকিস্তানের তিন ক্রিকেটারের। আমিরের ফেরার মতো উসমান খান, আবরার আহমেদ ও মোহাম্মদ ইরফানের অভিষেক স্মৃতি হিসেবে থাকলো স্রেফ কয়েক মিনিটের ফিল্ডিং। 

চলতি বছরের জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই মূলত পাঁচ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ খেলছে দল দুটি। যদিও আইপিএলে ব্যস্ত থাকায় পাকিস্তান সফরে আসেননি কিউইদের মূল সারির অনেক ক্রিকেটার। 

আগামী ২০ ও ২১ এপ্রিল এই রাওয়ালপিন্ডিতেই গড়াবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচটি। পরে সিরিজের শেষ দুই ম্যাচ যথাক্রমে ২৫ ও ২৭ এপ্রিল, লাহোরে। 

  ‘মরুর বুকে বিশ্ব কাঁপে’

;

সমর্থকদের কারণে মোটা অঙ্কের জরিমানা বার্সার 



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ম্যাচটি পিএসজির মাঠে ৩-২ ব্যবধানে জেতার পর সেমির স্বপ্নে বেশ ভালোভাবেই দেখছিল বার্সেলোনা। তবে ফিরতি লেগে ঘরের মাঠে ম্যাচটিতে ৪-১ ব্যবধানে হেরে স্বপ্নভঙ্গ হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় কাতালানরা। সেই হতাশার দুদিন না পেরোতেই আরও এক দুঃসংবাদ পায় স্প্যানিশ ক্লাবটি। গত সপ্তাহে পিএসজির মাঠের সেই ম্যাচটিতে বার্সা সমর্থকদের বর্ণবাদী আচরণসহ একাধিক শৃঙ্খলাভঙ্গের ঘটনা সূত্র ধরে স্প্যানিশ জায়ান্টদের গুণতে হচ্ছে মোটা অঙ্কের জরিমানা। 

তিনটি কারণ দর্শীয়ে বার্সাকে ৩২ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭ লাখ ৪৪ হাজার টাকা) জরিমানা করেছে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। 

পিএসজির মাঠ পার্ক দ্য প্রিন্সেসে বার্সা সমর্থকদের করা বর্ণবাদী আচরণেই মূলত এই জরিমানা। এই কারণে হয়েছে ২৫ হাজার ইউরো জরিমানা। স্পেনের গণমাধ্যম মার্কার সূত্রমতে, বাকি দুটি কারণ স্টেডিয়ামের আসন নষ্ট ও আতশবাজি পোড়ানো। এই দুই কারণে যথাক্রমে জরিমান ৫ হাজার ও ২ হাজার ইউরো। 

এদিকে কেবল জরিমানাই নয় পাশাপাশি শাস্তিও ভোগ করতে হচ্ছে বার্সাকে। উয়েফার যেকোনো প্রতিযোগিতায় তাদের পরের ম্যাচের অ্যাওয়ে টিকিট নিজেদের সমর্থকদের কাছে বিক্রি করতে পারবে না কাতালান ক্লাবটি। এছাড়া পিএসজির স্টেডিয়ামে ক্ষয়ক্ষতি বিষয়টি ফ্রেঞ্চ ক্লাবের সঙ্গে মীমাংসা করতে বার্সাকে এক মাসের সমক্য বেঁধে দিয়েছে উয়েফা।  

  ‘মরুর বুকে বিশ্ব কাঁপে’

;

আইপিএলে চেন্নাইয়ের ম্যাচ ছাড়াও টিভিতে যা থাকছে আজ



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আইপিএলে দিনের একমাত্র ম্যাচে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মাঠে নামবে মুস্তাফিজুর রহমানের চেন্নাই সুপার কিংস। এছাড়াও টিভিতে যা যা থাকছে।

 

ঢাকা প্রিমিয়ার লিগ

মোহামেডান-ব্রাদার্স

সকাল ৯টা, বিসিবি ইউটিউব চ্যানেল

গাজী গ্রুপ-সিটি ক্লাব

সকাল ৯টা, বিসিবি ইউটিউব চ্যানেল

রূপগঞ্জ টাইগার্স-পারটেক্স

সকাল ৯টা, বিসিবি ইউটিউব চ্যানেল

 

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল

আবাহনী-শেখ জামাল

বিকেল ৩টা ৪৫ মিনিট, টি স্পোর্টস

 

আইপিএল

লক্ষ্ণৌ-চেন্নাই

রাত ৮টা, টি স্পোর্টস ও গাজী টিভি

 

সৌদি প্রো লিগ

আল নাসর-আল ফাইহা

রাত ৯টা, সনি স্পোর্টস ২

  ‘মরুর বুকে বিশ্ব কাঁপে’

;