এক ওভারে নাসুমের দুই উইকেট, বিপাকে কিউইরা

  • বার্তা২৪ স্পোর্টস
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নিয়ন্ত্রিত বোলিংয়ের পুরস্কার পেলেন নাসুম আহমেদ। তিন বলের মধ্যে উইল ইয়াং এবং রাচিন রবীন্দ্রকে ফিরিয়ে আবারও ম্যাচের লাগাম এনে দিলেন বাংলাদেশের হাতে। ১২৩ রানে পঞ্চম উইকেট হারাল নিউজিল্যান্ড।

নিজের প্রথম ছয় ওভারের মধ্যে তিনটি মেডেন দিয়েছিলেন নাসুম। স্লো পিচ থেকে টার্ন আর বাউন্স আদায় করে ব্যাটারদের জন্য ত্রাস হয়ে দাঁড়িয়েছিলেন ইনিংসের শুরু থেকে। তবে উইকেট তার কাছে সোনার হরিণ হয়েই থেকেছিল।

বিজ্ঞাপন

অবশেষে কোটার সপ্তম ওভারে উইকেটের ফাঁড়া কাটল তার। একটি নয়, দুটি উইকেট এল নাসুমের ঝুলিতে। সেটাও আবার তিন বলের মধ্যে। প্রথমে ফিফটি করা উইল ইয়াংকে (৫৮) ফেলেছেন স্টাম্পিংয়ের ফাঁদে, আর নতুন ক্রিজে আসা রবীন্দ্র (০) রানের খাতা খোলার আগেই সুইপ করতে গিয়ে ফিরেছেন এলবিডব্লিউ হয়ে।

এর আগে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। তবে কিউই ইনিংসের বয়স যখন মোটে ৪.৩ ওভার, তখনই ঝমঝমিয়ে নামে বৃষ্টি। তাতে দুই ঘণ্টা বন্ধ থাকে খেলা। যার ফলে ইনিংসের দৈর্ঘ্য নেমে আসে ৪২ ওভারে।

বিজ্ঞাপন