বিসিবিতে ক্রিকেট ধর্মঘটের প্রথম প্রহর, পদত্যাগ করছেন কোয়াবের দেবব্রত
ক্রিকেটারদের ধর্মঘটবিসিবি বারান্দায় পা দিতেই বোঝা গেল-আজকের দিনটা একটু অন্যরকম। বিসিবিতে যারা অফিস করেন তারা এসেছেন ঠিকই, কিন্তু প্রায় সবার চোখে মুখে একটু থমথমে ভাব। সকাল ১১টায় গাড়ি বারান্দায় তেমন ভিড় নেই। ক্রিকেট একাডেমির প্রবেশদ্বারে নারী ক্রিকেটারদের ভিড়। পাকিস্তান সফরের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা। দেখা হলে পরিচিতজনরা হাসছেন। তবে সেই হাসিতে ঠিক যেন প্রাণ নেই!
ক্রিকেটারদের ধর্মঘট ডাকার প্রথমদিনের প্রথম প্রহরে বিসিবির চিত্র এটি।
সঙ্কট মোকাবেলার জন্য বিসিবি অবশ্য খুব বেশি অপেক্ষায় থাকার নীতির পথে হাঁটেনি। দুপুরে বিসিবিতে পরিচালকদের তাৎক্ষণিক একটা বৈঠকের আয়োজন করা হয়েছে। যদিও এটাকে জরুরি বৈঠক বলছে না বিসিবি। তবে সার্বিক পরিস্থিতি এবং বৈঠকের গুরুত্ব দেখে এটা নিশ্চিত যে চলতি সঙ্কট থেকে উত্তরনের জন্য দ্রুত একটা উপায় খুঁজছেন বিসিবির পরিচালকরা।
সবার আগে দুপুরের বৈঠকে যোগ দিতে বিসিবিতে এসে হাজির হলেন পরিচালক আকরাম খান। সোমবার তিনি ছিলেন চট্টগ্রামে। জরুরি ডাক পেয়ে ঢাকায় উড়ে এসেছেন। সেখান থেকেই বিসিবিতে হাজির। বৈঠক শুরুর আগে আকরাম আনুষ্ঠানিকভাবে কোন মন্তব্য করতে রাজি হলেন না। বললেন-‘অপেক্ষা করেন, সব জানতে পারবেন।’
সোমবার থেকে ধর্মঘটে যাওয়া বাংলাদেশের ক্রিকেটারদের প্রথম দাবিই ছিল ক্রিকেট এসোসিয়েশন অব বাংলাদেশ বা কোয়াব এর সভাপতি ও সাধারণ সম্পাদকের পদত্যাগ। মেয়াদ উত্তীর্ণ হওয়া কোয়াবের নতুন নির্বাচন দাবি করেছেন ক্রিকেটাররা। এই প্রসঙ্গে মঙ্গলবার কোয়াবের বর্তমান সাধারণ সম্পাদক দেবব্রত পাল বার্তাটোয়েন্টিফোরকে জানান-‘এটা নিশ্চিত যে আমি কোয়াবের দায়িত্বে আর থাকছি না। আমি সরে আসার সিদ্ধান্ত নিয়েছি। দুপুরে বিসিবির যে বৈঠক আছে, সেই বৈঠকের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছি আমি।’
ক্রিকেটাররা যে দাবি নিয়ে ধর্মঘটে রয়েছেন তাদের সেই দাবির সঙ্গে কোয়াব সাধারণ সম্পাদক দেবব্রত পাল সহমত। তবে তিনিও এই প্রসঙ্গে বিসিবির পরিচালকের সুরেই কথা বললেন-‘ক্রিকেটাররা তাদের দাবি দাওয়া নিয়ে আগে আমাদের সঙ্গে কথা বলতে পারতো। কিন্তু তারা তো সরাসরি ধর্মঘটে চলে গেল! কোয়াব তো এতদিন ক্রিকেটারদের স্বার্থ নিয়েই কাজ করেছে। এই দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের যেন সাফল্য আছে, ব্যর্থতাও তেমন আছে। হয়তো বা ব্যর্থতার পাল্লা একটু বেশি। এখন ক্রিকেটাররা এই পদে আমাদের চায় না, তাই খেলোয়াড়দের দাবি মেনে নেয়া ছাড়া আর কোন উপায় নেই।’
আরও পড়ুন-
হঠাৎ বিদ্রোহী ক্রিকেটাররা, সব ধরনের খেলা বয়কট
যে ১১ দফা দাবিতে ক্রিকেটাররা ধর্মঘটে
ব্যাকফুটে থাকা বিসিবি এখন রক্ষণাত্মক!