গাপটিল বাদ টেলর ফিট
শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে খেলছেন না নিউজিল্যান্ডের তারকা ওপেনার মার্টিন গাপটিল। তবে এ ম্যাচ খেলার জন্য ফিট হয়ে গেছেন মিডল-অর্ডার ব্যাটসম্যান রস টেলর।
তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে ইতোমধ্যে নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। সুখবরই বটে! কিন্তু খারাপ খবরও আছে কিউইদের জন্য। কারণ সিরিজের শেষ ম্যাচে ফিট একাদশ খুঁজে পেতেই বেগ পেতে হচ্ছে সফরকারীদের।
১৪ জনের নিউজিল্যান্ড দল থেকে লোকি ফার্গুসন পুরো সিরিজেই দর্শক হয়ে গেছেন। বৃদ্ধাঙ্গুলির হাড়ে চিড় ধরায় আগেই দেশে ফিরে গেছেন তিনি।
হিপ ইনজুরি নিয়ে টেলর ছিটকে যান দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচ থেকে। কিন্তু মাঠে থেকেও পেটের পেশির টান নিয়ে ব্যাট করতে পারেননি গাপটিল। এখন ফিরে যাচ্ছেন দেশে।
হাফ-সেঞ্চুরি করা টম ব্রুসও ফিট নন। হাঁটুতে চোট পেয়েছেন তিনিও। পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। তাই ব্যাটিং কাভার করতে গ্লুস্টারশায়ার থেকে ডেকে আনা হয়েছে হামিশ রাদারফোর্ডকে।
মঙ্গল রাতে (৩ সেপ্টেম্বর) দ্বিতীয় টি-টুয়েন্টিতে দুই বল হাতে রেখে স্বাগতিক শ্রীলঙ্কাকে (১৬১/৯) ৪ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড (১৬৫/৬)।
৬ সেপ্টেম্বর, শুক্রবার পাল্লেকেলেতে গড়াচ্ছে সিরিজের শেষ ম্যাচ।