‘ক্রিসক্রস’-এর চরিত্ররা

পাঁচ কন্যার 'ক্রিসক্রস'

  • বিনোদন ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

আঠারোর শুরুতেই এই সিনেমা নিয়ে আলোচনা হয়েছে সামাজিক যোগযোগ মাধ্যমগুলোতে। টিজার মুক্তির পরপরই শুরু হয়েছে আরেকধাপ।


‘ক্রিসক্রস’ মূলত পাঁচ কন্যার গল্প। পাঁচ রকমের আঁকাবাঁকা গলিপথ পেছনে ফেলে রাজপথে মিশে যাওয়ার সেইসব দুঃসাহসী গল্প বলেছেন পরিচালক বিরসা দাশগুপ্ত।


/uploads/files/JO8tQ3sZJZuRW7L5LE4BOWG8cIFymySvdotyQAo5.jpeg

বিজ্ঞাপন
আরও পড়ুন: গৌরীর সঙ্গে সেলফি পোস্ট করার অনুমতিই ছিল না শাহরুখের!

কার কী চরিত্র?

  • মিমি চক্রবর্তীর চরিত্রটির নাম ইরা। তিনি চিত্র সাংবাদিক। থাকেন বয়ফ্রেন্ডের সঙ্গে।
  • মেহের হলেন নুসরাত জাহান। এই মেয়েটি মুসলিম, কিন্তু স্ট্রাগলিং অভিনেত্রী।
  • সোহিনী সরকার অভিনয় করেছেন রূপা চরিত্রে। উত্তর কলকাতার গৃহবধূ সে।
  • সুজি চরিত্রটি প্রিয়াঙ্কা সরকারের। তিনি সিঙ্গল মাদার, বাঙালি। খুব ভাল ছবি আঁকেন।
  • মিস সেনের ভূমিকায় দেখা যাবে জয়া আহসানকে। ব্যাক্তিজীবনে একা থাকছেন, কিন্তু কেরিয়ারে ভীষণ সফল।

এছাড়াও অর্জুন চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, ঋদ্ধিমা ঘোষ চক্রবর্তী এবং অন্যান্যরাও থাকছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে।

বিজ্ঞাপন

/uploads/files/37q3OdVRcToEP0vqvik5zqzN6VbDJbdI3g07R4h1.jpeg

এদের সকলের জীবনের নানা জটিলতার গল্প দেখা যাবে ক্রিসক্রসে।

আরও পড়ুন: কে কে পাচ্ছে চলচ্চিত্র পুরস্কার?

টিজার থেকে দেখা গেছে-

পাঁচ জন নারীরই আকাঙ্খা, লক্ষ্য, মতবাদ ইত্যাদি ভিন্ন ভিন্ন। অথচ তাদের আবেগ, ইচ্ছে, অনিচ্ছেগুলো যেন একদম একই রকমের। এই অবক্ষয়ের সমাজে টিকে থাকার জন্য তারা লড়াই করছে। নিজের অবস্থান তৈরির জেদ তো আছেই, অধিকার আদায়ের জেদও প্রবল তাদের মনে।

টিজার মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় জয়া বললেন-

‘ক্রিসক্রস’ পাঁচ লড়াকু মেয়ের গল্প। ছবিতে আমার চরিত্রের নাম মিস সেন। তার জীবনে রয়েছে অনেক জটিলতা। সে কিছুটা জেদ করে বেছে নিয়েছে একাকিত্ব। 

লেখক স্মরণজিত চক্রবর্তীর বিখ্যাত উপন্যাস ‘ক্রিসক্রস’। এটি পাঠকের মন জয় করেছে বহু আগেই। এবার অপেক্ষার পালা ‘ক্রিসক্রস’ অবলম্বনে নির্মিত সিনেমার কী হাল হয় সেটি দেখার জন্য। সিনেমাটির প্রযোজনায় এসভিএফ।

আরও পড়ুনঃ

সীমানা পেরিয়ে শম্পার ছবি
সাঞ্জুর অজানা সাত
সানি লিওনি’র না বলা গল্প

এরইমধ্যে সিনেমাটির প্রথম গানও রিলিজ হয়ে গেছে ইউটিউবে।