অমর একুশে গ্রন্থমেলা বাংলা একাডেমি প্রাঙ্গণ ছেড়ে সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত বর্ধিত হবার কয়েক বছর কেটে গেছে। গত বছর থেকে বইমেলার নকশা করছেন গুণী নির্মাতা ও স্থপতি এনামুল করিম নির্ঝর। তাঁর হাতের ছোঁয়ায় মেলার আয়োজন ও ব্যবস্থাপনা নিয়ে বহুদিনের চর্চিত অভিযোগ কিছুটা হলেও স্তিমিত। এ বছরও অমর একুশে গ্রন্থমেলার নকশাকার এনামুল করিম নির্ঝর। কিভাবে বিন্যাস্ত হলো এবারের বইমেলা? স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, কোনো প্রকার অর্থ না নিয়ে বইমেলার নকশা করে দেওয়া এই স্থপতি কথা বলেছেন বইমেলা নিয়ে বার্তার বিশেষ আয়োজন ‘বইপ্রহর’-এ